আমাদের কথা খুঁজে নিন

   

নীল পদ্য সাতঃ যে পদ্য লেখে, তার হাত ধোরো না

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো যে পদ্য লেখে, তার হাত ধোরো না - হয় শেকল হয়ে যাবে, নয় তো তোমার আঙুল গলে জলের মতন বেরিয়ে যাবে। যে পদ্য লেখে, তার চোখ ছুঁয়ো না - হয় ঝলসে আলোয় যাবে, নয় তো দুচোখ অন্ধকারের কয়েদখানায় আটকে দেবে। যে পদ্য লেখে - সে খামখেয়ালী, হয় আপন করে পাবে, নয় তো তোমায় ছোঁবেও না সে, একলা করে পালিয়ে যাবে। যে পদ্য লেখে, তার সঙ্গ ছাড়ো - হয় মুগ্ধ বিবশ হবে, পরের ক্ষণেই টলবে মুখোশ মায়ার নগর গুঁড়িয়ে যাবে।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।