আমি ব্লগার না। আমি প্রবাসী শ্রমিক। প্রতি ৪৮ ঘণ্টায় ২৬ ঘণ্টা কাজ করি। আমার ঈদ , কোরবান , শুক্রবার , নববর্ষ, পুরানবর্ষ কিছুই নেই। ৩ মাসে ও একবার ব্লগে আসি কিনা সন্দেহ।
পিসি অফ করে শুতে গেলাম। বদ অভ্যাস অনুযায়ী আরেকবার মোবাইল থেকে ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি তার মেসেজ।
)- Hi
)- Hi-হুতাশের সময় নাই। এখন ঘুমাবো।
)- হাহাহাহাহাহা। শয়তান !!
সেই যে শয়তান বলে গেলো আর ফিরে এলোনা। কিছুদিন পরে হয়তো একদিন এসে বলবে “নকীব আমার বিয়া ঠিক হইছে”
ধুসশালা, খালী বিয়ে ঠিক হয়। ভালো বন্ধুদের বিয়ে ঠিক হইলেই মেজাজ চরম খারাপ হয়। এখন তো বাপ হিটলারের ঘরে আছে।
তবুও কতো সমস্যা। যখন জামায় বুশের ঘরে যাইবো তখন তো একটা ফোন করতে ও ২০ বার চিন্তা করা লাগবে।
তার যদি বিয়া হয় তাইলে আমার মন খারাপ হইলে, ডেকে নিয়ে রিকশায় চড়াইবো কেডা ?? কাঁচা মরিচ দিয়া বিরক্তির ফুসকা খাওাইবো কেডা ??
মাঝ রাতে ফোন করে পেত্নী বেগম কইয়া কান্দামু কারে ?? নিউ মার্কেটের টোকাই মেয়ে দেখিয়ে কারে কমু “ঐ দ্যাখ তুই ছোড বেলাই দ্যাখতে কেমুন আছিলি :p “
নিজের ছোড বেলার ছবি দেইখা দাঁত সবগুলা মুখের বাহিরে এনে ঘুষি উপহার দিতে যাইয়া হাতে ব্যথা পাইবো কেডা ?? “কুত্তা কালকে থেকে জিমে যাওয়া বন্ধ”...
মাঝে মাঝে সব ভুলে সন্ন্যাসী হইতে চাই। কিন্তু ব্রেনের হিস্টোরিতে জমে থাকা কিছু স্মৃতি সন্ন্যাসী হইতে দেয়না। ভাইগো ভাই আমারে একটা B.C (ব্রেইন ক্লিনার) এর লিঙ্ক থাকলে দেন।
ডাউনলোড কইরা সব ক্লিন কইরা ফালাই... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।