আমাদের কথা খুঁজে নিন

   

১৪ জনের ভারতকে হারিয়ে জিতল ১১ জনের বাংলাদেশ

পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন খেলা শুরুর আগে এটা ছিলা আমার স্ট্যাটাস আপডেটঃ আজ ১৬ই মার্চ, ২০১২। আজ থেকে ঠিক ৫ বছর আগে আমরা হারিয়ছিলাম আমাদের প্রতিভাবান ক্রিকেটার মানজারুল ইসলাম রানাকে... ঠিক এরপরের দিন এই শোককে শক্তিতে পরিণত করে আমরা ভারতকে বিশ্বকাপে হারিয়ে তাদের বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিলাম...... আজ আবার বাংলাদেশ-ভারত ম্যাচ...... আমাদের সীমান্তে ভারতের বিএসএফ কর্তৃক অবৈধভাবে হত্যা চলছে ...... যারা খেলা দেখতে যাবেন তারা এসবের প্রতিবাদ স্বরূপ যেভাবে পারেন শার্টে হোক বা গেঞ্জিতে হোক কিছু লিখে নিয়ে যেয়ে প্রতিবাদ করবেন...... আশা করছি আজ আমরা সেই ভারতের বিপক্ষে আবার জিতব। অনেকেই লাইক দিয়েছিল, কিন্তু কেউ সাহস করে করে কমেন্ট করে নাই, হ্যা , আমরা জিতব। তারপর আম্পায়ার কোহ্লিকে পরিস্কার এলবিতেও বল্ল নট আউট আর শ্চীনের শততম সেঞ্চুরীটাও আজকেই হইল । ২৮৯ চেজ করতে হবে দেখে প্রথমে একটু ভয়ই পাইছিলাম।

কিন্তু তামিম, সাকিব আর নাসির- যা দেখাইল তাতে মনে হচ্ছিল আমরাই জিতব। কিন্তু এর মধ্যেও আম্পায়ার সাকিবরে দিয়া দিল আউট(বেনিফিট অফ ডাউট সর্বদাই ব্যাটসম্যান পায়। ভারতের ইনিংসে ঠিকই কোহ্লি পাইল, কিন্তু আমাদের সাকিব পাইল না। কুত্তা আম্পায়ার। ) দেখুন সাকিবের আউটের ব্যাপারে ক্রিকিনফোর ভাষ্য।

তবে কথা হইল বাংলাদেশ যেদিন জিতে, সেদিন ১৪ জনের বিপক্ষে খেলেই জিতে( ১১ জন প্রতিপক্ষ দলের খেলোয়ার+ ২ টা আম্পায়ার+ থার্ড আম্পায়ার)। বাঘ যখন রক্তের গন্ধ পায় তখন কি আর তাকে ঠেকিয়ে রাখা যায়রে মগা? তাই বালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান(হালারা রিভিউ নিয়ে খেলতে ভয় পায় )দের হারিয়ে আজ আমরা বিজয়ী। টাইগাররা এগিয়ে যাও, চিরকাল আছি তোমাদের সাথে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।