আমাদের কথা খুঁজে নিন

   

লিটল মাস্টার শচীনের শততম সেঞ্চুরির ভিডিও দেখুন

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি । সাফল্য এসে ধরা দিল তাঁর হাতে, যিনি নিজেই ক্রিকেটের সাফল্যের রূপকার । অবশেষে অনেকগুলো নার্ভাস নাইন্টিন পাড় করে শচিনের স্বপ্নের সেঞ্চুরি হল । তা হল বাংলাদেশের বিপক্ষে । স্মরণীয় হয়ে রইল এশিয়া কাপ, স্মরণীয় হয়ে রইল আজকের বাংলাদেশ-ভারত ম্যাচ,ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকলো মিরপুর জাতীয় স্টেডিয়ামের নাম ।

দেখুন সেই দুর্লভ মুহূর্তের ভিডিও । (যারা দেখেন নি তাদের জন্য) আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় শচিন রমেশ টেনডুলকারের শততম সেঞ্চুরিটা এমন একটা পরিস্থিতিতে হল, যখন আমি হাসতেও পারলাম না, কাঁদতেও পারলাম না । খুব কষ্টে আবেগটাকে ধরে রেখেছি । কারণ, সেঞ্চুরিটা হয়েছে আমার প্রাণের দল বাংলাদেশের সাথে । তবুও সর্বকালের সেরা ক্রিকেটার শচিনকে অভিনন্দন না জানিয়ে পারছি না।

আমাদের হয়েই শুধু নয়, বোধ করি সাড়া বিশ্ববাসীর হয়ে এই কাজটি সবার আগে করলেন আমাদের মাশরাফি;এমনকি মাঠে শচিনের সতীর্থেও আগে । তাকে ধন্যবাদ গুণীর কদর করার জন্য । এই সেঞ্চুরির পর লিটল মাস্টারের "CRICKET GOD" হওয়া আর কেউ আটকাতে পারল না । শচিন এমন একজন মানুষ, যার থেকে শুধু ক্রিকেটই নয়, আচার- ব্যবহার, চাল-চলন,সৌজন্যবোধ, ধৈর্য, অপরকে শ্রদ্ধা করার প্রবণতা সবই শেখার আছে । ক্রিকেট দেবতা শচিনকে জানাই অভিনন্দন ও প্রণাম ।

সাথে সাথে চাইব বাংলাদেশ টীম আজ জিতুক । শচিন অনেক বল নষ্ট করে ৩০০ রানের মাঝেই ভারতকে বেঁধে দিয়েছে । আশা করি আমাদের তামিম-সাকিবেরা পাকিস্তানের সাথে যেটা পারেনি, আজ ভারতের সাথে তা করে দেখাবে । সীমান্তের অত্যাচারের প্রতিবাদ আমরা মাঠে জিতে দেখাতে চাই, হেরে গিয়ে মাথা নিচু করে বেরিয়ে নয় । জিতবে বাংলাদেশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।