আমাদের কথা খুঁজে নিন

   

রুশদিকে আমন্ত্রণ জানানোয় সফর বাতিল করলেন ইমরান খান

ডেস্ক রিপোর্টার। ঢাকা, ১৫ মার্চ পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও বর্তমান রাজনীতিবীদ ইমরান খান অভিমান করেছেন। আগামী শুক্রবার নয়াদিল্লিতে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ওই সম্মেলনে একই সঙ্গে সালমান রুশদি উপস্থিত থাকলে রাজনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় ভীত হয়ে সফর বাতিল করেন ইমরান খান। নয়াদিল্লির শুক্রবারের অনুষ্ঠানে ভারতীয় ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে আমন্ত্রণ জানানো হয়। জানা যায়, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সারা বিশ্বের মুসলামানদের আবেগে রুশদি যে আঘাত দিয়েছেন তাতে একই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন আর সেখানে ইমরান বক্তব্য রাখবেন এটা ভাবাই যায় না। রুশদিকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর খরব কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানানোর পর বুধবার আপত্তির কথা জানিয়ে দিলেন ইমরান। ইনিউজ/এসইউ/১৯.০০ঘ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।