আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে নিয়ে দুঃস্বপ্ন দেখি, সব সুখস্বপ্ন হারিয়ে গেছে

একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। ১১২, মাত্র ১১২ জন অতি সাধারণ মানুষের সলিল সমাধি। কিছু এসে যায় কি আমাদের? কারও কোন অভিব্যক্তি নেই। যেন এ হবার ছিল। কেউ কিছু বলছে না।

কেউই কিছু করছে না। নৌপরিবহন মন্ত্রীর দিকে যারা দোষের আঙ্গুল ছুড়ে দেবেন, তাদের একটু ভাবতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয় কি উনি চালান? না! এর আগের সরকারের আমলেও নৌপরিবহন মন্ত্রী ছিলেন। উনার আমলেও লঞ্চ ডুবেছে। দোষ তাদের নয়।

দোষ হচ্ছে, এই মন্ত্রণালয় আসলে যারা চালায় তাদের। সেইসব সরকারী কর্মচারীদের, যারা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনার হয়। সেদিন ১২ই মার্চ রাস্তায় যে সশস্ত্র ছাত্রলীগের উলঙ্গ মহরা দেখছিলাম, ঠিক তখনই মনে হয়েছিল, এই এরাই তো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনড অফিসার হবে। এদের হাতেই তো দেশটা পরবে। জাতি কি আশা করতে পারে এইসব জারজদের থেকে? একবন্ধুকে বলছিলাম, তোমরা বিসিএস দিতে চাও, কিন্তু কয়টাকার চাকরি এসব? উত্তরে আমাকে সে বলল, উপরি কামাই কত সে খবর রাখো? তাজ্জব ব্যাপার।

এই আমরাই তো দেশের বারোটা বাজাই। আর অন্য মানুষকে কেন দোষ দেই? দুঃখজনক হলেও সত্যি, এই আমিও নিজের স্বার্থে দেশের নিয়ম ভাংছি। ফুটওভার ব্রীজ থাকতেও রাস্তা দিয়ে পার হচ্ছি। ঝুকিপূর্ণ জেনেও দৌড়ে বাসে উঠছি। আমি জানি, আমি কিংবা আমার বন্ধু একদিন এভাবেই দুর্ঘটনায় পড়ব।

আর সব দোষ গিয়ে পড়বে সরকারের উপর! আচ্ছা আমাদের দায়িত্বটা আমরা কতটা পালন করি? কেউ কি ভেবে দেখেছেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.