আমাদের কথা খুঁজে নিন

   

ভারত উপমহাদেশ স্বাধীনতায় ওলামায়ে দেওবন্দের অবদান (২য় পর্ব)

ভারতের যত এলাকায় ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলছিল এর মধ্যে শ্যামলি নামের এক জায়গা আছে । ঐ জায়গায় ইংরেজদের বিরুদ্ধে মুসলমান মুক্তি বাহিনী নিয়ে যিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন তার নাম ছি কাসেম নানুতুবি (রহঃ) । ইনি বংশগত দিক থেকে হযরত আবু বক্বর (রাঃ) এর খান্দান । আর এই দেওবন্দ মাদ্রাসার প্রধান প্রতিষ্ঠাতা হলেন আল্লামা কাসেম নানুতুবি (রহঃ) । আল্লামা কাসেম নানুতুবি (রহঃ) সহ যারা মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দীন ।

মাওলানা রফিউদ্দিন সপ্নে দেখেন হযরত মুহাম্মদ (সঃ) ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক বস্তিতে নিজের হাতের লাঠি দিয়ে একটা রেখা টেনে বললেন তোমাদের পরিকল্পিত কাওমি মাদ্রাসার ঘর আমার আমার অংকিত রেখায় রেখায় নির্মাণ কর । ঘুম ভাঙার পরে বাস্তবেও দেওবন্দের মাটিতে সপ্নে দেখা নবীজির হাতের লাঠি মোবারকের রেখা পাওয়া যায় । এই রেখায় রেখায় ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় । এই জন্য দেওবন্দের আধ্যাত্বিক প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ (সঃ) কে বলা হয় । পরবর্তিতে চিন্তাধারা আর ফিকির নিয়ে হাজার হাজার আলেম-ওলামা, পীর-মাশায়িখ, সংস্কার, মুজাদ্দিদ, রাজনীতিক, মুহাদ্দিস, মুফাসসির ।

যারা এদেশ থেকে ইংরেজ এবং ইংরেজি কালচার ও সভ্যতা বিতাড়নে ছিলেন সদা তৎপর সচেষ্ট ও সক্রিয় । যাদের ত্যাগ এবং কোরবানী আর প্রত্যক্ষ ও পরোক্ষ দুর্বার আন্দোলনের মুখে ইংরেজরা এদেশ থেকে তাদের তল্পিতল্পা সহপলায়নে বাধ্য হয় । অবশেষে ১৯৪৭ সালের ১৪,১৫ আগষ্ট ভারতীয় উপমহাদেশবাসী তাদের গোলামির জিঞ্জির থেকে মুক্ত এবং স্বাধীন হয় । যেসব ওলামায়ে কেরাম স্বাধীনতার সুর্য ছিনিয়ে আনতে সিপাহসালারের ভূমিকা পালন করেন, তাদের মধ্যে প্রথম কাতারে এবং শীর্ষ স্হানে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন, দেওবন্দের প্রথম ছাত্র, শাইখুল হিন্দ, মাহমুদ হাসান দেওবন্দী (রহঃ), দেওবন্দের আরেক ছাত্র, সৈয়দ হুসাইন আহমদ মাদানী (রহঃ), আল্লামা হিফজুর রহমান সিওহারবী (রহঃ), আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধী (রহঃ) সহ প্রমুখ ওলামায়ে কেরাম । (চলবে)........ ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.