আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্য থেকে কিছু আসেনা , আল্লা খোদা লাগপেই ?

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস শূণ্য থেকে কিছু আসতে পারে না । অতএব এই মহাবিশ্বের সৃষ্টির জন্য একজন স্রষ্টার দরকার আছে । ভালো কথা এই যুক্তি মানলাম । কিন্তু সেই স্রষ্টা কি দিয়ে এই মহাবিশ্ব বানাইছেন ? শূণ্য থেকে ? তাহলে শূণ্য থেকে কিছু আসতে পারেনা কিভাবে হইলো ? আগে থেকেই সব উপকরণ ছিলো, সেইগুলাকে পরিবর্তন করে মহাবিশ্ব বানানো হইছে ? তাহলে উপকরণগুলো কোথা থেকে আসলো ? শূণ্য থেকে ? কারো কোন আইডিয়া ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।