আমাদের কথা খুঁজে নিন

   

লোক সামাগম ঘটিয়ে সমস্য সামাধান সম্বব নয়।

i love somewhere blog. গত ১২ মার্চ প্রচুর ডাক ঢোল বাজিয়ে আমাদের বিরুধীদল লোকসমাবেশ করলো। কত হৈ, হুল্লার, ২০ লক্ষ মানুষের সমাবেশ হবে - ইথ্যাদি। তখন মনে প্রশ্ন জাগলো বিরুধী দল আসলে কি চায়। লোক সামাগম ঘটাতে চায় ? নাকি সমস্যার সামাধান চায়? আর এখন প্রশ্ন জাগে বিরুধীদল তো ইতিধ্যে রোক সামাবেশ ঘটানোর কর্মটি সারিয়ে ফেললো। তা হলে কি বিরুধী দরের সমস্যকি সামাধান হয়ে গেল বা তারা কোন রকম সমস্যার সামাধান পেল? আজ সরকারী দরের সমাবেশেও দেখলাম সেই একই চিত্র মানুষের সমাগম।

যেমটি হেয়েছিল বিরুধী দরের সমাবেশে। দুই দলের সমাবেশে তেমন তোন পার্থক্য ছিলনা। বিরুধী দলের সমাবেশের বিপরীতে সরকারী দলের আজকের এই সমাবেশ। দু দলেই সামাবেশ করলো। কিন্তু সমস্যার সামাধান কি হলো? ২৬৪ টি সিট ও ৪৯% ভোট পাওয়া জোটের কথা শুনবো? নাকি ৩০ টি সিট ও ৩৩.২% ভোট পাওয়া জোটের কথা শুনবো? যখন বিরুধী দলের সমাবেশ চলতেছিল দেখলাম সমাবেশের মাঝে সেই রজাকার, যুদ্ব অপরাধীদের ছবি প্রর্দশনী।

যুদ্ব অপরাধীর মুক্তির দবী করা হচ্ছিল মেডামের সামনেই। বিষয়টি জাতির জন্য মারাত্বক লজ্জাজনক। চল চল সংসদে চল। যুদ্ব অপরাধীর বিচার কর সাথে তত্ববধায়াক সরকার প্রদ্বতির সমস্য সামাধান কর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।