আমাদের কথা খুঁজে নিন

   

মাছ নিয়ে আমার নতুন চিন্তা ভাবনা .......হয়তো আগামিতে আমাদের দেশেও হবে

সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে গেলে একাই বসে বসে অনেক কিছু ভাবছিলাম । হটাৎ আমার মাথায় একটা অন্য বিষয়ে চিন্তা আসলো । এটা আমি রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের এ বি এম মহসিন স্যারের (ফিসারিজ বিভাগ) সাথে আলচনা করেছি । বিষয়টা হচ্ছে গ্রীনহাউজে তো শাক, সব্জী চাষ করা হয় তাহলে কেন মাছ পালন করা যাবে না ? আমাদের দেশের শীতকালের মেয়াদ কম হলেও এই রিতুর শুরু হতে শেষ পযর্ন্ত মাছের বৃদ্ধি বন্ধ থাকে । মোটা মোটি ৪ মাস বা তার কিছু বেশি সময় (কিছু মাছ শীতকালেও বড়ে ) মাছের বৃদ্ধি বন্ধ থাকে ।

এছাড়ে শীতকালের শুরুতে আর শেষের দিকে মাছের বিভিন্ন রেগ বালাই দেখা দেয় । এই সমস্যার সমাধান হতে পারে গ্রীন হাউজ, তবে এর খরচ বাচাতে সাদা পলিথিন ব্যাবহার করা যেতে পারে । এর সাথে থাকবে আর একটি বিষয়, গ্রীন হাউজের তাপ বেশির ভাগ থাকবে চালার কাছা কাছি । আমরা এটাকে যদি কোন পদ্ধতিতে তাপ গুলোকে পানির ভিতরে আনতে পারি, তাহলেই পানির উষ্নতা বৃদ্ধি পাবে আর মাছেরও বৃদ্ধির সমস্যা থাকবে না । এক্ষেত্রে আমাদের আমরা যদি ধাতব পাত বা তারের জাল যা তাপ সুপরিবহী ব্যাবহার করি তাহলেই হবে ।

যেমন ছাদের কাছ হতে কিছু তারের জাল থাকবে যা তাপ গ্রহন করবে । আর কিছু তার এই জাল হতে থাকবে পাকুরের পানির মধ্যে, তাহলেই তাপ সহজেই পানীর মধ্যে চলে আসবে । এই ভাবে পানি গরম থাকবে আর মাছেরও উৎপাদন ঠিক থাকবে । অন্যোদিকে পোনা উৎপাদন কারী হ্যাচারী মালিক গন প্রচুর টাকা খরচ করে বৈদ্যুতিক বাল্ব ব্যাবহার করেন রেনু পোনার তাপের জন্য । আর আমাদের দেশের বিদ্যুৎ সকল সময় থকেনা তাহলে সঠিক তাপের অভাবে রেনুর উৎপাদন ব্যহত হয় ।

যার ফলে এই রেনু হতে ভাল বা কাঙ্খিত মাছ পাএয়া যায় না । এই সমস্যার সমাধান আমরা করতে পারি খুব সহজেই, আর যা হবে প্রাকিতিক ভাবে । বি: দ্র: এটা বড় পুকুরের জন্য প্রযোজ্য না । তবে দামি ও মাছের পোনা উৎপাদন কারী হ্যাচারিতে ব্যাবহার করা যাবে । Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।