আমাদের কথা খুঁজে নিন

   

আরো ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

নতুন আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এনিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৬৪টি। মঙ্গলবার রাতে শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের নামে আবেদন করা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এছাড়া সিলেটে নর্থইস্ট বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামে ঈশাখাঁ বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনও হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মোট ৯২টি আবেদন এক বছরের বেশি সময় ধরে পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয় আটটি বিশ্ববিদ্যালয়কে চূড়ান্তভাবে অনুমোদন দিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।