আমাদের কথা খুঁজে নিন

   

ইরানে এক বছরে ৬৭০ জনের মৃত্যুদণ্ড

ইরানে ২০১১ সালে ৬৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের অধিকাংশেরই দণ্ড হয়েছে মাদক সংক্রান্ত অপরাধের কারণে। অবশ্য মাদক সম্পৃক্ততা দেখিয়ে সরকারবিরোধী আন্দোলনে যুক্ত অনেককেই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। দণ্ডিতদের আন্তত ২০ শতাংশের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করার জন্য। জাতিসংঘ নিযুক্ত ইরান বিষয়ক তদন্তকারী মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ শাহেদ সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, ইরান বৃহত্তর পরিসরে জাতিসংঘের মানবাধিকার আইন লঙ্ঘণ করছে। এসবের মধ্যে রয়েছে সংখ্যালঘু নির্যাতন, সমকামীদের দমন-পীড়ন এবং শ্রমিক ইউনিয়ন মতো গুরুত্বপূর্ণ বিষয়। গত বছর আহমেদ শাহেদকে তদন্তকর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার পর প্রথমবারের মতো ৪৭ সদস্য বিশিষ্ট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তিনি তার প্রতিবেদন উপস্থাপন করেন। তবে তার এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান।http://world.bdnews24.com/bangla/details.php?cid=4&id=188498

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.