আমাদের কথা খুঁজে নিন

   

কামুকের হাহাকার

নিষ্কলুষ নিঃশব্দতায় সমুদ্রের ঢেউ ওঠে অষ্টাদেশীর দেহে প্রচন্ডভাবে ক্ষিপ্রগতিতে এগিয়ে আসে হাহাকার কামুকেরা লজ্জার মাথা খেয়ে গ্রাণ নেয় নাভিমূলের ভাস্করের ন্যয় হাত বাড়ায় উত্তপ্ত যৌবনের সুউচ্চ দু দুটো ঢিবিতে সাতরে বেড়াবে বলে গভীরতা আঁচ করে সত্যিই, জল তরঙ্গের উত্তপ্ততা সর্বগ্রাসী… কুকুরের ডাক পরে, বেশরম শৃগাল খোজে কুকুরীর পশ্চাতে প্রভাহমান ঝর্ণার নাইতে নামবে হালায়… কাফেলা বিরতি নেয়, মুয়াজ্জিন গণনা করে গুিলস্তােনর জৌিতিষর মত এ আমার ভবিষ্যৎ ঘনত্তের স্খলন ঘটেছে বুঝি? সব বুঝি মাগীদের দল ভোর ঘনিয়ে আসে, নোনতা স্বাদ নেয় প্যাকেটে মোড়ানো বিচ্ছিরি লাভা হতে চারদিকে রোল পরে “আচ্ছালাতু খায়রুম মিনান নাউম” হুকোর টানের ন্যায় মিনারে দাড়িয়ে সুর তোলে মুয়াজ্জিন বোরকা পরিহীতা নিতে পারেনি নেতিয়ে পরা সিংহের ছোবল ঘুম ভাঙে….. দেখি জুব্বার প্যারেড হয় পশ্চিমের পল্লীতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।