আমাদের কথা খুঁজে নিন

   

চোখ খুলে দেখি..বিক্রি হবে পুরো একটি শহর

নেট জমি কিংবা বাড়ি নয়, পুরো একটি শহর বিক্রি হবে। শুনতে অবাক লাগলেও এরকম একটি ঘোষণাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের মন্টানা শহরের মেয়র বারবারা ওয়াকার। পাঁচ একর আয়তনের শহরটি মাত্র ১৪ লাখ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি! কেন বিক্রি হচ্ছে শহরটি? কারণটা বুঝতে অসুবিধা হবে না যখন জানবেন শহরের মোট জনসংখ্যা মাত্র ৬৮১ জন। শহরে গুরুত্বপূর্ণ সম্পদের মধ্যে আছে একটি পার্ক, একটি জেনারেল স্টোর এবং একটি ডাকঘরসহ অনেক ভবন। শহরের ক্রেতাই হবেন এসবের মালিক। অর্থ থাকলে যে কেউ কিনে নিতে পারেন শহরটি। শহরের মেয়র এবং প্রায় সব লোক মূল শহরের বাইরে বসবাস করেন। এখন ধরতে গেলে ফাঁকাই পড়ে আছে শহরটি। লোকজনের অভাবে জেনারেল স্টোর আর ডাকঘরের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রগুলো অনেক দিন হল বন্ধ করে দিতে হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।