আমাদের কথা খুঁজে নিন

   

সেই আশাতে পথ চলা

সময় বদলায়, মানুষ বদলাই, হয়ে যায় ভীসন রকম হিসেবী, শুধু আমি পারি না। আওলা মনে উদাস হয়ে মন ছুটে যায় মনের কাছে মিলবে দেখা কইবে কথা সেই আশাতে পথ যে চলে । আওলা মনে উদাস হয়ে মন ছুটে যায় মনের কাছে খুব সকালে পাখির ডাকে মন ছুটে যায় সবুজ বনে । মন বসেছে মনের ধ্যানে সূর্য্য মামার মাথার তলে আওলা মনে উদাস হয়ে মন ছুটে যায় মনের কাছে মিলবে দেখা কইবে কথা সেই আশাতে পথ যে চলে । ধ্যান ভেঙ্গে মন মনরে বলে মনের কাছে না আসিতে আসলে কাছে মনের সাথে মনের পিরিত হয়রে বন্ধু মনের পিরিত হয় । আওলা মনে উদাস হয়ে মন ছুটে যায় মনের কাছে মিলবে দেখা কইবে কথা সেই আশাতে পথ যে চলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।