আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার একক এ্যালবাম ( মাইনকা চিপা)

প বড়াবড়ই আমাদের হাসিনা বুবু খুব রশিক মানুষ। তিনি সবসময়ই রশিয়ে রশিয়ে কথা বলেন। তার আশেপাশে আছে রশের ভান্ড গোপাল ভার কামরুল, সাহারা, দ্বীপু মনি । তাদের ভারামি দেখতে দেখতে জাতি আজ অস্হির পাগল প্রায়। হাসিনা বুবু কে দেখাযায় মাঝে মাঝেই বাবা মা, ভাই বোনের কথা মনে করে চক্ষের পানি ছারি দেন।

স্বজন হারানোর ব্যাথা তিনিই নাকি ভালো বুঝেন । মৃত বাবা মা ,ভাইকে নিয়েও যে ব্যবসা করা যায় তার উজ্জল দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। হাসিনা বুবু কি খবর রাখেন ফেরি চলাচল বন্ধের কারনে অনেক রোগি ঢাকা আসতে পারছে না,জনজীবন প্রায় অচল। কালকে দেখলাম ৬০ বছরের এক মহিলা অপারেশনের রোগি বাসে বসে কাদছে, কারন একদিন যাবত সে বাসেই বসে আছে, ভীশন ব্যাথা সহ্য করতে পারছে না। দেশের মানুষ যখন না খেয়ে মরে হাসিনা তখন সরকারের কোটি টাকা খরচ করে আয়োজন করে তথাকথিত চুচিল নিয়া গান বাদ্য করেন, তার মনে এতই রশ।

পিতা,ভাই হারা হাসিনার মনে এত রশ যে কোথা থেকে আসে ? যে মহিলা নাকি ছাত্রলীগ কন্ট্রোল করতে পারেনা সে ণাকি দেশের নিরাপত্তা দেবে! হাহাপগে গরম এখনো ভালোমত পরেনি তাতেই বিদ্যূতের যে হাল সামনে যে কি হবে হাসিনা বুবুই ভালো জানেন। হাসিনা বুবু কি জানে একবেলা না খেয়ে থাকলে কেমন লাগে, প্রচন্ড গরমে যখন শরীর দিয়ে দর দর করে ঘাম বের হয় কেমন লাগে তখন? সারাদিনের কর্মব্যাস্ততার রাতে যখন মানুষ ঘুমাতে যায় তখন বিদ্যুত চলেগেলে কেমন লাগে ? চোরে চুরি করে এটাই স্বাভাবিক, কিন্টু সাধু যখন চুরি করে তখন কি আর করার থাকে। মুক্তিযুদ্ধনিয়ে ব্যাবাসায়ীদের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। সবশেষে একটা কথাই বলবো শেখ পরিবার নিপাত যাক বাংলাদেশ মুক্তি পাক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।