আমাদের কথা খুঁজে নিন

   

LED টেলিভিশনের সূচনা ও অগ্রযাত্রা আর ঘরে বসে অনলাইনে কেনাকাটা

LED টেলিভিশন ডিসপ্লে সম্ভবত প্রথম সম্পুর্ন খাঁটি Flat টেলিভিশন। যা সর্বপ্রথম বাস্তবায়িত করেন J.P.Mitchell. তিনি ১৯৭৭ সালে এর ডিজাইন করেন। সেই LED টেলিভিশন ডিসপ্লের পূরুত্ব ছিল মাত্র ১/৪ ইঞ্চি। যা ওয়াসিংটনের এক বিজ্ঞান মেলায় প্রদর্শিত হয়েছিল । কিন্তু এই LED টেকনলজি এত বেশী ব্যয়বহুল ছিল যে, NASA এবং খুব দামি গাড়ি কম্পানি তাদের ডিসপ্লের জন্য সিমিত ভাবে ব্যবহার করত এবং এত ব্যয়বহুল হবার কারনে সাধারন জনসাধারনের ব্যবহারের কথা তখন কেউ চিন্তা করেনি।

কিন্তু LED টেকনলজিকে সহজলভ্য করার প্রয়াস কখনো থেমে থাকেনি। LCD ডিসপ্লে জনপ্রিয় হয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিল LED ডিসপ্লে হয়ত বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু কিছু নাছোড়বান্দা বিজ্ঞানী হাল ছাড়েননি উনারা ঠিকই গবেষনা চালিয়ে গেছেন। অবশেষে SONY ২০০৯ সালে সর্বপ্রথম সাধারন জনগনের জন্য LED ডিসপ্লে মার্কেটে নিয়ে আসে। সেই মডেলটি ছিল Sony XEL-1. এরপর টেলিভিশন কম্পানিগুলো আর থেমে থাকেনি, একের পর এক নতুন নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। শুধু তাই নয় দিনে দিনে যেমন এর দাম কমেছে, তেমনি এর গুনগত মানও বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশেও LED টেলিভিশন চাহিদা ও জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এখন আপনি আপনার ঘরে বসেই এই টেলিভিশন কিনতে পারেন!!! এজন্য আপনাকে কষ্ট করে মার্কেটে যেতে হবে না এবং বড় একটা টেলিভিশন বহন করে মার্কেট থেকে আনতে হবে না। আপনি ঘরে বসে অর্ডার দিলে আপনার ঘরে চলে আসবে আপনার পছন্দের LED টেলিভিশন, এর জন্য আপনাকে http://www.bdshoppy.com এ গিয়ে পছন্দের LED টেলিভিশনের জন্য Online এ Pay করে আর সাথে আপনার শিপিং ঠিকানা দিয়ে অতি সহজ কিছু formalities পূরন করলেই আপনি পাবেন LED টেলিভিশন। BDShoppy.com অনলাইনে যে Payment কার্ডগুলো accept করে তার মধ্যে Visa and MasterCard ছাড়াও রয়েছে DBBL nexus debit card ও BRAC Bank debit card. অনলাইন ছাড়াও BDShoppy.com ডিরেক্ট ব্যংক ডিপসিটের মাধ্যমেও অর্ডার Payment নিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিসিট করুন http://www.bdshoppy.com এ অথবা ইমেইল বা ফোন করুন +88 01756 549029 নাম্বারে।

কিছু LED টেলিভিশন এর লিঙ্ক- Click This Link Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।