আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ মিনিটেই ক্রোম হ্যাক!

এত দিন 'অভেদ্য' হিসেবেই স্বীকৃত ছিল গুগলের ইন্টারনেট ব্রাউজার 'ক্রোম'-এর নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে অহংকারও কম দেখায়নি এই সার্চ জায়ান্ট। তবে পাঁচ মিনিটেই গুগলের এ অহংকার ধুলায় মিশিয়ে দিয়েছে 'ভুপেন' নামের এক ফরাসি হ্যাকারদল। কানাডায় অনুষ্ঠিত পউনটুওউন-এ ('পারলে হ্যাক করে দেখাও' ধরনের প্রতিযোগিতা) উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা একটি কম্পিউটারের 'ক্রোম'-এর নিরাপত্তা বলয় ভেঙে পাঁচ মিনিটের মধ্যেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। দৈনিক টেলিগ্রাফকে দেওয়া এ সাক্ষাৎকারে ভুপেনের গবেষণা বিভাগের প্রধান কেইকি বেকরার বলেন, 'গত বছর এ প্রতিযোগিতায় ক্রোমের নিরাপত্তা বলয় কেউ ভাঙতে পারেনি।

খবরটি আমরা পত্রিকায় পড়েছি। এর পর থেকে আমরা প্রস্তুতি নিতে থাকি। পউনটুওউন শুরুর আগের ছয় সপ্তাহ আমরা শুধু ক্রোমের ত্রুটি খুঁজতেই সময় কাটিয়েছি। অবশেষে আমরা সফল হয়েছি। ' আরো দুই জনপ্রিয় ব্রাউজার 'ফায়ারফক্স' এবং 'ইন্টারনেট এক্সপ্লোরার'-এর ত্রুটি নিয়েও তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করছেন বলে জানান তিনি।

কিভাবে ক্রোম হ্যাক করেছে সে সম্পর্কে কিছু জানাতে রাজি নয় হ্যাকারদল ভুপেন। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।