আমাদের কথা খুঁজে নিন

   

এতো মনে হয় দেশ অচল হবার পরিস্থিতি...

যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. আওয়ামিলীগ মহাশমাবেশ বানচাল করতে গিয়ে দেশ অচল করার পথ দেখিয়ে দিল। ১২ মার্চ কর্মসূচি শুরু হবার পরে যদি কোন ঝামেলা হয় আর তখন যদি সারা দেশ জুড়ে এক যোগে অবস্থান কর্মসূচি ঘোষনা করে চলমান আন্দোলন কর্মসূচি আরম্ভ হয় অথবা যানবাহন আর আবাসিক হোটেল গুলো থেকে অলিখিত নিষেধাজ্ঞা উঠে যাবার সাথে সাথেই আবার সমাবেশ ডাকা হয় বা কর্মসুচি দেয়া হয় তখন কিভাবে পরিস্থিতি সামাল দেয়া হবে সেটা ধারনা করতে পারছিনা। সরকার কি তখন হোটেল ব্যাবসা ও যান বাহনের উপরকার নিষেধাজ্ঞা অনিদৃষ্ট কালের জন্য চালু রাখবে? এতেকরে ভুক্তভোগী সবপক্ষই সরকারের বিপক্ষে চলে আসবে বলে মনে হয়। বিরোধীদল কিনতু এমন কোন কঠিন কর্মসূচি ঘোষনা করেনাই যাতে করে জনগন তাদের উপর ত্যাক্ত বিরক্ত হয়ে সরকারের বন্দনা করতে শুরু করবে। আগামী ভোটে হয়তো ডিজিটাল কারচুপির পায়তারা চলছে কিনতু নিয়মতো এটাই সীমালংঘন কারীদের পরিনতি খুবই করুন হয়। এভাবেই ভুল হয় ... ইতিহাস এভাবেই ঘুরে ঘুরে আসে... একটা প্রবাদ আছে যারে যত জোরে আছাড় মারতে চাও তারে তত উপরে উঠিয়ে আছাড় মারো.... জনগনের এ নিশ্চুপ নিরবতা... শুধু যথা সম্ভব উপরে তোলার জন্য....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।