আমাদের কথা খুঁজে নিন

   

কেঙ্গারুর অজানা তথ্য

Engineer Ashikujjaman Ashik ১. কেঙ্গারু-রা মারসুপিয়াল জাতের স্তন্যপায়ী জন্তু ২. জন্মের সময় কেঙ্গারু বাচ্চা মাত্র ২ গ্রাম ওজনের হয় | এই ছোট্ট বাচ্চা মায়ের চেটে পরিস্কার করা পথ ধরে মায়ের পেটের থলির ভেতর ঢুকে পরে আর চারটা দুধের বোটার একটা ধরে ঝুলে পরে | ৩. পরবর্তী প্রায় ৯ মাস শুধু মাত্র ওই বোটার দুধ-ই খেয়ে থাকে | ৪. বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে দুধের quality পরিবর্তন হয় | এই জন্য কেঙ্গারু মা একসাথে দুই বাচ্চাকে তাদের বয়সের প্রয়োজনমত দুই ধরনের দুধ দিতে পারে | ৫. বিজ্ঞানীদের মতে ইভলুশনের পথে কেঙ্গারুদের জরায়ু পেটের ভিতর না হয়ে বাইরে রয়ে গিয়েছে | এটাই আসলে মারসুপিয়াল জাতের স্ত্রী-জন্তুদের পেটের থলি | ৬. অস্ট্রেলিয়াতে কেঙ্গারু ফার্মিং করা হয় এবং প্রচুর মাংশ রফতানি করা হয় | কেঙ্গারুর মাংশ স্বাস্থ্যকর….প্রথমত কলেস্তরল কম এবং দ্বিতীয়ত মানুষ-কে আক্রমন করতে পারে এই ধরনের রোগজীবাণু কেঙ্গারুর মাংশে থাকে না, কারণ কেঙ্গারুদের ফিজীয়লোজিকাল সিস্টেম ভিন্ন ধরনের |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.