আমাদের কথা খুঁজে নিন

   

২ কোটি ২৫ লাখ পিস ৫০ টাকার নোটে শিল্পাচার্য

ভালবাসা একটি টস্ করা পয়সার মত যার একদিকে থাকে প্রেম আর একদিকে থাকে ঘৃণা ; যখন কাউকে ভালবাস তখন পয়সাটি ঘুরতে থাকে... তুমি যখন এই ঘূর্ণন থামাবে তোমার সামনে আসবে – হয় প্রেম , নয়তো ঘৃণা । যদি কাউকে ভালবাস তবে এই ঘূর্ণন কখনও থামিও না , কখনও দেখতে যেও না- এটা প দেখুন জনগনের বেতন খেয়ে কিভাবে জনগনের কাজকে অবহেলা করছে সরকারী কর্মকর্তারা। নত...ুন করে ছাপানো ২ কোটি ২৫ লাখ পিস ৫০ টাকার নোটে শিল্পাচার্য “জয়নুল আবেদিন”এর নামের বানান ভুল করে “জয়নুল আবেদীন” লেখা হয়। নামের বানানে ভুল আবিষ্কার করার পরে এই নোটটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং যে সিদ্ধান্তে জনগনের ক্ষতি হলো ১১ কোটি ২৫ লক্ষ টাকা। এরকম গুরুত্বপুর্ন কাজে অবহেলা না করলে কখনই ভুল হতে পারে না। ... ভুল মানুষেরই হয়, তবে অবহেলার কারনে ভুল কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। আর সে ভুলের জন্য যদি দেশের ক্ষতি হয় ১১ কোটি ২৫ লক্ষ টাকা তবে ভুলকারীকে শাস্তি এবং জবাবদিহিতার মুখোমুখি দার করানো হোক। তাই শেয়ার করুন, প্রতিবাদ করুন। আমাদের প্রতিবাদের গর্জনে পরিবর্তন হোক সব অন্যায় অনিয়ম আর অবহেলা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।