আমাদের কথা খুঁজে নিন

   

মাফ ও চাই দোয়া ও চাই

আম্মু আজ বাইরে থেকে এসে বলল যে "আজ বের হওনি খুব ভাল করস। আমি রাস্তায় দেখলাম যে সব যায়গায় পুলিসের সাথে "এক দল" এর ছেলেপেলে ও সবাইকে চেক করছে, "আরেক দল" এর লোকজন কে আটক করার জন্যে। " কোন কোন দল এর কথা বলা হচ্ছে তা তো আর বলার অপেক্ষা রাখে না তাইনা?? একটা অনলাইন পত্রিকায় পড়লাম যে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েচে। পত্রিকাটিতে বলা হ্য়, "রাজধানীতে চার দলের মহাসমাবেশকে সামনে রেখে সারা দেশের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। পরিবহন মালিকরা বলছেন, প্রশাসনের অলিখিত নির্দেশ, হয়রানি এবং নিরাপত্তার কারণে রবি ও সোমবার দূর পাল্লার বাস বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা।

"এমনকি নৌ-পথ ও অবরুদ্ধ। "ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশ সামনে রেখে ঢাকার সঙ্গে চাঁদপুরের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে ‘ওপর মহলের’ চাপের কথা বলছেন লঞ্চ মালিক আর নৌ পরিবহন কর্তৃপক্ষ। " এই না হলে "গনতন্ত্র" (!) যেখানে সরকারী দল মানুষকে জিম্মী করার অধিকার রাখে কিন্তু বিরোধী দল কিছু করলে সেই সরকারী দল ই আবার মসীহা হয়ে "জনগন" এর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাথে "ডিউটি" করে। এ টি এন বাংলায় দেখলাম খোদ সরকারই তার দলকে এই নির্দেশ দিয়েছে।

কাজেই "সকল ক্ষমতার উৎস" জনগনের হয়রানি হলে বা কয়েক টা দিনের জন্য দেশের ব্যাবসা বানিজ্য আটকে গেলেই বা তাদের কি আর এতো বড় বুকের পাটা আছে যে তারা প্রতিবাদ করবে? কারন আমাদের এই "গনতান্ত্রিক" দেশ টাতে তো এখন আর বাক স্বাধীনতাও নাই, ফেসবুকে স্ট্যাটাস ও তো আজকাল ভেবেচিন্তে দিতে হয়। এদিকে বিরোধী দল বলছে, "“সরকার মহাসমাবেশে বাধা দিতে সারাদেশে নির্যাতন, গ্রেপ্তার ওতল্লাশি চালাচ্ছে। জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে। ” যেন বাংলাদেশের সব আমজনতা তাদের সাথে সমাবেশ করছে। তারা বুঝেনা যে নিজেদেরকে এই তথাকথিত "জনগন" বলে স্বীকার করতে লজ্জা পায় সত্যিকার জনগন।

তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা কি করেছে? তারাও একই ভাবে তৎকালীন বিরোধীদলের সকল কাজে বাধা দিয়েছে, মারামারি হয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়েছে। এ দেশের রাজনীতির এই একই সাইকেল আমি এই অধম আমার জন্মের পর থেকে দেখে আসছি। এবার আসি আসল কথায় যে আমি কেন এতো প্যাচাল পারতেসি। কারন টা খুবই সোজা। আজীবন দেখে আসছি বলেই যে এই সাইকেল টা আমার হজম হচ্ছে তা তো না! এই দু'দলের প্রতি বিনীত নিবেদন, "ভাই আমরা তো আপনাদের বাড়া ভাত এ ছাই দেই নাই।

আমাদের নিয়ে কেন টানা হ্যাচড়া করতেসেন? আপনাদের কাইজ্যা করা দরকার ছুটির দিনে করেন। নাইলে বলেন আপনাদের কাইজ্যা করার জন্যে আমরা জায়গা আলাদা করে দেই। ভাইরে ৪০টা বছর তো পার হইল, আমাদের দোহাই দিয়ে আমাদের কেই উলটা জিম্মী কইরেন না আর। আপনাদের কাছে আমরা মাফ ও চাই, দো্য়া ও চাই" ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।