আমাদের কথা খুঁজে নিন

   

কলা ছিলে খান!

ওয়াজ মাহফিলের সময়। ঘরে বসেই শুনছি। ধর্মীয় ব্যাপার মাঝে মাঝে মনোযোগ তো দিতে হয়। প্রায় সব মাহফিলেই নারীদের নিয়ে কথা থাকে, থাকে পর্দা নিয়ে কথা। তা ঠিক আছে কিন্তু আইজ উদাহরণখানা শুনে টাস্কি খাইলাম।

বয়ান থেকেই মোটামুটি তুলে দিলাম, “নারীরা, ওওওও আমার মা-বোনেরা, আপনারা পর্দা করবেন, ঘরে থাকবেন। এই যে মিয়ারা, কলা একটা মিষ্টি ফল। খাওয়ার পর একটা কলা খাইবেন, বল পাইবেন, পুষ্টি পাইবেন। বলেন মারশাল্লাহ! এই কলা যদি আপনি ছুলে কোন মেহমানরে দেন, সে কী খাইবো? নাকি ভালো লাগবো? আর সুন্দররররররর কইরা একটা আস্ত কলা প্লেটের উপর তার সামনে দেন সে মজা করে খাইবো, মেহমান খুশি হইবো। এইবার বলেন আপনার বিবিগো, বোনগো, কন্যাগো পর্দা রাখবেন কিনা?,,,,,,,,,,,,,,,,,,,,,,” এই উপমাখান শুনে নারীদের ভোগ করার জিনিস (!) বলে এই সভ্যযুগেও স্মরণ করা হইল।

ধর্মীয় কোন বিতর্ক এই পোস্ট এ আশা করি না কিন্তু এ কেমন উদাহরণ রে ভাই??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।