আমাদের কথা খুঁজে নিন

   

এত সহজে কিভাবে সবকিছু ভুলে যাই আমরা!!!

যেমন ইচ্ছে লেখার আমার ভার্চুয়াল ডায়েরি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজআইরা টাইপ লেখা লিখলেও চেষ্টা করি একটা মেসেজ পৌছাতে। ফেসবুকে আমি ঃ www.facebook.com/bhutergolirbasinda কি হচ্ছে!!! অ্যাশের সাথে?? আশরাফুল যে ক্রিকেট বিস্শে তার আগমনি বার্তা জানান দিয়েছিল মাত্র ১৭ বছর বয়সে সেঞ্চুরি করে তাও ভারতের বিপক্ষে। সেই অ্যাশ কার্ডিফে যার সেঞ্চুরি চেয়ে দ্যাখা আর নখ কামড়ানো ছাড়া পন্টিঙের আর কিছুই করার ছিল না। সেই অ্যাশ যার ৭৩ রানের ইনিংসের সুবাদে আমরা পেয়েছিলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম জয়।

সেই অ্যাশ যার ৬১ রানের ইনিংসে আমরা পেয়েছিলাম টি টুয়েন্টিতে প্রথম জয়। এতগুলো প্রথমের জন্ম দেয়া অ্যাশ আরও একটি প্রথমের জন্ম দিয়েছিল জাতির কাছে ক্ষমা চেয়ে, যেখানে দেশের রাঘব বোয়াল রা বড় বড় দুর্নীতি করে স্বীকার করার সাহসটুকু রাখে না!! কি সহজে আমরা ভুলে যাই সবকিছু। একটা জিনিস নিয়ে কয়েকদিন কামড়াকামড়ি করি, তার পর আবার নতু কিছু আসে আর অম্নি পুরানটা ফেলে দিয়ে নতুন্টা নিয়ে কামড়াকামড়ি করতে থাকি। এত ব্লগাব্লগি করি, কি লাভ হয়!! কোন লাভ হয় না, কারন আমরা কোন ব্যাপারে সমাধানে না পৌঁছেই নতুন কিছু নিয়ে পরে যাই। !!!!!!!!!! অ্যাশের ব্যাপারে কেন চুপ বিসিসি?? অ্যাশ তুমি হয়ত এই লেখা কখনো দেখবা না, কিন্তু আমি বলবোই, “ হে বাংলা ক্রিকেটের রাজপুত্র তোমার শেষ ভক্ত টি হতে চাই আমি এবং অত্যন্ত গর্বের সাথে।

বাংলাদেশের ক্রিকেট তোমার কাছে ঋণী। “তুমি ছিলে, আছে, থাকবে চিরকাল আমাদের হ্রিদয়ে ক্রিকেটের রাজপুত্র হয়ে” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।