আমাদের কথা খুঁজে নিন

   

১০ বছর আগের, এখন কার এবং ভবিষ্যতের "আমি"

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । যেটা আমার কাছে ভুল মনে হয় , তার তাত্ক্ষণিক যুক্তিসম্মত প্রতিবাদ করতে আমার ব মাত্র ১০ টা বছর পার হয়েছে। এর মাঝে কোন মানুষের মাঝে এত পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব ? নিজের ক্ষেত্রেই হয়ে গেছে যখন, তখন আর অবিশ্বাস করি কিভাবে ? মাত্র দশ বছর আগেও ঢাকা কলেজ থেকে ইন্টার পাশ করে যখন ঢাকা ইউনিভার্সিটি, আর্মি মেডিকেল , ইঞ্জিনিয়ারিং, বুয়েট, মেডিকেল, ডেন্টাল এ ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, তখন ভবিষ্যতের চিন্তায় ছিলাম আর দশজন তরুণ তরুণীর মত ই রঙিন স্বপ্নে বিভোর।

এরপর যখন মেডিকেল এ ভর্তি হলাম, আমার পেশার মাধ্যমে এবং পেশার বাইরে থেকে ও মানুষ কে সাহায্য করে যাব। পরিশ্রমী, কিন্তু স্বচ্ছল, সম্মানের, সুখী জীবনযাপন করব। আমার পেশায় ভাল করে এদেশের ও কিছু পজিটিভ পরিবর্তন ঘটাব। ১০ বছর পরে এসে, কল্পনার জগত থেকে বাস্তবের কঠিন মাটিতে নেমে আসছি। এখন স্বপ্ন দেখার সাহস আস্তে আস্তে হারিয়ে ফেলছি।

দেশ থেকে পালাতে হাসফাঁস করতে থাকা অসংখ্য তরুণ তরুণীর মত ব্যস্ত হয়ে উঠছি আমি ও । অনেক অনেক কথা ছিল, অনেক অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল , সব কিছু কে বুকের ভিতর কবর দিয়ে বিদেশে চলে যাব পারমানেন্টলি ঠিক করলাম। জানি টাকা আছে ওখানে, কিন্তু বাংলা ভাষায় কারো সাথে মন খুলে কথা বলার মত মানুষ ও হয়ত সহজে পাওয়া যাবে না। কিন্তু বাস্তবের "আমি" র টা আস্তে আস্তে ইমোশন লেস মানুষ এ পরিণত হচ্ছে। দেশ, জাতির চিন্তা বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ আস্তে আস্তে বড় হয়ে উঠছে।

জানি না, ১০ বছর পরের ভবিষ্যতের "আমি" কেমন হবে ! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।