আমাদের কথা খুঁজে নিন

   

ঘাস উৎসব

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে আবার যদি কোনদিন যাই তোমার বাড়ির পাশে যেখানে তোমার পা পড়েছিলো ঘাসে! শিশির সহ হাতে তুলে নেবো কয়েক মুঠো ঘাস বের করে দেবো ফুসফুসে থাকা সবটুকু নিঃশ্বাস তারপর নতুন করে বুক ভরে নেবো তোমাকে চেনা হাওয়ায় গান গাইবো ‍‌‌‌‌'' ভাবনাকে মোর ধাওয়ায়....ধাওয়ায়....ধাওয়ায়..." আর দ্রুত চকিতে দেখে নিয়ে চারপাশ টুপ করে মুখে পুরে নেবো সেই ঘাস আমাকে তখন কে আছে আর রোখে? খেয়ে ফেলবোই খেয়ে ফেলবোই ওকে। ও বাড়িতে আর তুমি থাকোনা সে কথা আমার জানা তাই বলে কি ঘাস গুলো থাকবেনা! আবার যদি কোনদিন যাই তোমার বাড়ির পাশে ঘাস গুলো নিয়ে মেতে উঠবোই উৎসবে, উল্লাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।