আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার অসারতা

আজ থেকে প্রায় একুশ বছর আগের কথা । আমার স্পষ্ট মনে আছে দিনটির কথা। ৯এপ্রিল । ফাল্গুন শেষ প্রায় । কি ঝক্‌ঝকে উজ্জ্বল ছিল দিনটি।

আকাশটা ছিল গাঢ় নীল । আর কি উত্তাল বাতাস ! বসন্তের এইদিনগুলোতে বুকের মধ্যে সারাক্ষন হু হু করে কাঁপত । জানিনা কেন যেন এখনও সেই কাঁপুনি রয়ে গেছে । তখনও কৈশোরের সীমানা পার হইনি । একদিন হঠাৎ করে কেউ একজন ভালবাসলো আমায় ।

অজানা ভয়ে আর ভালো লাগায় শিহরিত হলাম । বুঝলাম কেউ একজন অষ্টেপৃষ্টে বাঁধতে চাইছে আমায় । আমাকে নিয়ে স্বপ্ন খেলা করত তার চোখে । এমন অপলকে তাকিয়ে থাকত যে মনে হত আমি ছাড়া আর সবকিছু যেন তুচছ তার কাছে। তারপর কেটে গেছে অনেক গুলো দিন ।

সময় পাল্টে দিয়েছে ভালোবাসার সংগা । বাস্তবতার চাপে নিঃশেষ হয়ে গেছে সমস্ত আবেগ -অনুভূতি । আছি তবু মনে হয় যেন নেই । পাশাপাশি থেকেও যেন কত দূরের । এখন প্রতি পদে পদে টের পাই ভালোবাসার অসারতা ।

এখনও বুকের মধ্যে সেই হু হু করা বাতাস কিন্তু সেখানে শুধুই হাহাকার আর শূন্যতা । সেই আবেগ নেই , আছে শুধু অনীহা আর উপেক্ষা । নিজেকে নিয়ে এখন আর ভাবি না। এখন ভাবনা শুধু পরের প্রজন্মকে নিয়ে । হয়ত এভাবেই বেচেঁ থাকব ।

এভাবেই পারি দিতে হবে জীবনের বাকিটা পথ । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.