আমাদের কথা খুঁজে নিন

   

এক আকাশ

আমি আর মানুষ হবো না অনেকবার অনেক ভুলে বারবার নিজেকে মানুষের খোলসে আটকে দেখেছি , মিথ্যে হাসি ধারালো ভালোবাসায় টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া তুমি আর তোমাদের কথা বলা , তারচেয়ে বরং মিথ্যে হবো তোমার ঠোঁট ছুঁয়ে অহর্নিশ , সাজানো কথার ফুলঝুরি । অবহেলাও হতে পারি কিম্বা ধুসর আতিশয্য । আমি বরং আয়না হই মুখোশের আড়ালের কোন মুখ অজান্তেই নিরাবরণ । ঝড় অথবা হঠাৎ আছড়ে পড়া উল্কা বা অযথাই টোল পড়া লালচে গাল , তবু আমি মানুষ হবো না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।