আমাদের কথা খুঁজে নিন

   

১২ই মার্চ এবং একটি ছাগীয় স্বপ্ন

একজন বেকার মানুষ যখন ছিলাম ক্ষমতায় নির্বাচনে হেরে গেলাম, ভয়ে কাতর কি যে হবে?? থাকতাম আড়ালে আবডালে, মাঝে মাঝে দেখতাম উকি মেরে ষড়যন্ত্রের স্বীকার হয়ে নেতা গেলেন কারাগারে ভয়ে প্রথমে মোদের মুখ ছিল বন্ধ কিন্তু নেতার জন্য মোদের হাহাকার বাড়িতেই লাগিল যখন তিনি বাথরুমে আছাড় খেলেন, তখন শুরু হল মোদের ক্রন্দন ক্রন্দন রূপান্তরিত হল ক্রোধে ডাক দিলাম জ্বিহাদের। ১২মার্চ ঢাকা চলো, নেতাকে মুক্ত কর মরিলে পাইব জান্নাত বাচিলে গাজী, একা নই মোরা, সঙ্গী মোদের মমতাময়ী এক নেত্রী চলিলাম সবাই ঢাকার পথে কাঁধে তুলে নিলাম অস্ত্র নেতাকে করিব মুক্ত, ফুলের মালায় হইবেন সিক্ত ইহাই মোদের ছাগীয় স্বপ্ন  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।