সাধারন ব্লগার
আমার মতে আজ কাল ফেসবুকের সব চেয়ে বড় ঝামেলা হচ্ছে ফেসবুক টাইমলাইন । কারও কারও কাছে এটা ভাল লেগেছে , কিন্তু আমার মনে হয় বেশির ভাগ মানুষের কাছেই এটা বিরক্তিকর ।
আমার মত যারা টাইমলাইন পছন্দ করেন না , তাদের জন্য এই পোস্ট । যারা এখনো ফেসবুক টাইমলাইন activate করেন নি , বলতে হবে '' শান্তিতে আছেন ভাই । আমি জানতাম না যে এটা remove করা যায় না ।
activate করার পর থেকে কোন একতা উপায় খুজছিলাম এটি থেকে মুক্ত হওয়ার জন্য । অবশেষে পেয়ে গেলাম । এবং সত্যিই কাজ হয়েছে । এখন বলতে পারেন , কয়েক দিন পর নাকি ফেসবুক টাইমলাইন সবার প্রোফাইল এ permanently চলে আসবে , তাহলে remove করে লাভ কি ?? আমি বলি , যত দিন শান্তিতে থাকা যায় , থাকি ।
আগে বলে রাখি এর সমস্যার কথা ।
টাইমলাইন remove করার জন্য যে plugin তা দিব , তা দিয়ে টাইমলাইন remove হবে ঠিকই । কিন্তু সবার জন্য না , শুধু আপনার জন্য । মানে আপনার প্রোফাইল সবাই টাইমলাইন এ দেখবে । শুধু আপনি একা আগের style এর প্রোফাইল দেখতে পারবেন ।
মজার সুবিধা হল এই plugin install করলে আপনি এক ক্লিক এ টাইমলাইন এ যেতে পারবেন , আবার এক ক্লিক এ আগের প্রোফাইল এ ফিরে যেতে পারবেন ।
এই বার আসি কাজের কথায় ।
যারা mozilla firefox ব্যাবহার করেন তাদের জন্য
mozilla firefox
আর যারা google chrome ব্যাবহার করেন তাদের জন্য
google chrome
প্রথমে এই plugin টি ডাউনলোড করে install করুন।
কাজ শেষ । আপনার browser এর উপরে ডান দিকে একটি icon
এসেছে । ওখানে ক্লিক করেই পরিবর্তন করতে পারবেন ।
কাজ হয়েছে কিনা কমেন্ট এ জানান ।
ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।