আমাদের কথা খুঁজে নিন

   

|| কনফেশন ||

সহজ সমীকরণঃ টাকাওয়ালার গাড়ির একটি টায়ারের মূল্য > মৃত আমার মূল্য ! ২৪ এপ্রিলের ভয়াবহতার কথা তো কারোই অজানা নয়। আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। অনেকেই অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে। আমি শুধু নির্বাক হয়ে পড়েছি, দেখেছি আর মন্তব্য করেছি। যেহেতু কিছু বলছি না, তাই অনেকেই আমাকে অনেক কথা বলছে।

অনেক অপবাদ আমার নামে ! আমি কেন চুপ করে আছি? ! তাই দায়বদ্ধতা মেটাতে কিছু বলতে এসেছি। হ্যাঁ আমি কনফেস করতে এসেছি ! কেন কিছু বলতে চাচ্ছি না তার কারণ ব্যাখ্যা করছি। তবে তার আগে আমার কিছু প্রশ্ন তাদের উদ্দেশ্যে, যারা আমাকে বলেছেন যে আমি কেন চুপ ! - আমি যদি কিছু বলি তবে কি লাভ হবে? আমার দুঃখ প্রকাশ করাতে কি কোন লাভ হবে? একজন মৃত মানুষও কি তার প্রান ফিরে পাবে? একজন অসুস্থ মানুষ কি সুস্থ হয়ে যাবে? অপরাধী কি ধরা দিবে? কিংবা পুলিশ কি অপরাধীদেরকে ধরতে পারবে? তাদের কি বিচার হবে? আমাদের নেতাদের চরিত্র কি পুরো উল্টে যাবে? লাশের রাজনীতি কি বন্ধ হবে? যদি এই সবের উত্তর হ্যাঁ হয় তবে আমি অনেক কিছু বলতে রাজি আছি। আর যদি উত্তর না হয় তবে আমার কিছুই বলার নেই। আমি কনফেস করছি আমি দেশপ্রেমিক না।

কয়েক ব্যাগ রক্ত দিয়ে আর দু-এক জনকে সাহায্য করতে চেয়েছি বলেই নিজেকে সুশীল সমাজের একজন দাবী করছি না। আমি নিজেকে দেশপ্রেমিক দাবী করতে পারি না আর চাইও না। আমি খুবই স্বার্থপরদের একজন, যার সমস্ত চিন্তাধারা নিজেকে নিয়েই আবর্তিত হয় সর্বদা। সমাজ নিয়ে ভাবার আর কিছু নেই আমার। যেখানে আমরা জন্ম থেকেই অনিয়মকে নিয়ম ভেবে বড় হয়েছি সেখানে আমি গলা ফাটিয়ে ডেমোক্রেসি নিয়ে কিছু বলতে চাই না।

আর স্বাধীনতা! আমার কাছে স্বাধীনতা মানে যখন রাস্তায় চোখের সামনে দ্বিতল বাসে আগুন দিতে দেখেছিলাম তখন মনে হয়েছিল আরে এই মানুষগুলোর উন্মুক্ত ছুটোছুটিই হচ্ছে স্বাধীনতা! কারণে অকারণে গাড়ির গ্লাসের উপর ইট নিক্ষেপ করা হচ্ছে স্বাধীনতা!! বড় এটা পদে হাজারো দায়িত্ব নিয়ে আসীন হয়েও যখন ভাঁড় প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রতিযোগীর থেকেও দুর্দান্ত জোকস পরিবেশন করতে দেখলাম মনে হল না আমি স্বাধীন দেশেই আছি। স্বাধীনতার এক চরম উদাহরন এইগুলো ছাড়া আর কি ই বা হতে পারে? !!! একটা নতুন জিনিস উপলব্ধি করেছি এতদিন পর। একটা সমীকরণ ! একটা সহজ সমীকরণ !! টাকাওয়ালার গাড়ির একটি টায়ারের মূল্য > মৃত আমার মূল্য ! কনফেস করে দায়মুক্ত হতে চাচ্ছি আমি ! একজন আরমান ২৬/০৪/২০১৩ রাত ০২:০৬ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।