আমাদের কথা খুঁজে নিন

   

আশা-রুনা ঢাকায় একমঞ্চে গাইবেন: এটি কি বিপিএলের নগ্নতার ঘায়ে প্রলেপ বোলানো

বাংলাদেশের ও ভারতের দুই খ্যাতিমান সঙ্গীতশিল্পী রুনা ও আশা ভোঁসলের আজ বাংলাদেশে এক মঞ্চে গাইবোন। আজ সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশন করবেন ৭৯ বছর বয়সী আশা। এরই মধ্যে আয়োজক ম্যাকম কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের দেশের একজন জীবন্ত কিংবদন্তির মাধ্যমে তাকে বরণ করে নেব। তাই ৯ মার্চ মঞ্চে আশা ভোঁসলেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা।

বাংলাদেশ-ভারতের জনপ্রিয় এ দুই তারকা মঞ্চে একসঙ্গে গানও গাইবেন। ' এটা আমাদের সবার জন্য আনন্দের। ' এখানে হয়তো অশ্লীল নৃত্য থাকবে না যেটি ভাষার মাষে বিপিএলের উদ্বোধনীতে ভারতের অর্ধ নগ্ন মডেল ও নায়িকা দেখিয়েছিলেন। এরই নাম সংস্কৃতিক বিনিময়। তাদের সংস্কৃতি বাংলাদেশ ছড়িয়ে দিচ্ছেন।

বিনিময়ে বাংলাদেশের সংস্কৃতির কতটুকু ভারত নিচ্ছে এবং গত কয়েকবছরে ক জন বাংলাদেশী শিল্পী ভারতে গিয়ে কাজ করেছেন এবং ভারতীয় অর্থ বাংলাদেশে এনেছেন – তা বোধহয় হাতে গুণেও বলা যাবে। আদৌ কেউ গেছে কিনা এবং একটি ফুটো কড়িও এসেছে কিনা তাতে সন্দেহ থাকার কথা নয়। এবারও আশা ভোসলে আসলেন গান গাইবেন। সেখানে রুচির পরিচয় হয়তো থাকবে কিন্তু অর্থ তো চলে যাবে। তার কি হবে ! দেশ এমনিতেই নানাভাবে ডুবতে বসেছে।

অর্থনীতির চ্যালেঞ্জ সবক্ষেত্রে । বিদেশীরা অবৈধভাবে বাংলাদেশে চাকরী করে ডলার নিয়ে যাচ্ছে। শিল্পিরা এসে নাচ গান করে – যুব সমাজকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে আর ডলার নিয়ে যাচ্ছে। অন্যদিকে সীমান্তে হত্যা, তিস্তার পানি, গঙ্গার পানি, ফারাক্কার পানি দিচ্ছে না, ব্যবসায়ে বৈষম্য, ট্রানজিটের নামে করিডোর দিল এসব আসলে কি ! আদৌ কি বাংলাদেশে দেশ প্রেমিক কেউ আছেন ! তা যদি থাকত তাহলে এমনটি হতে পারতো না। দেশ রসাতলে গেছে – আশার কিছু অবশিষ্ট আছে কিনা তাও সন্দেহ রয়েছে।

আসুন এসবের বিরুদ্ধে সোচ্চার হই। তবে এবারে উদ্যোগের পেছনে আমার মনে হচ্ছে বিপিএলের কোমর দুলানো বুক ফুলানো উদোম নৃত্যের সমালোচনায় প্রলেপ দেয়ার জন্যই আশাকে আনা হয়েছে । তো এ দিয়ে সংস্কৃতির যে দগদগে ঘা সৃষ্টি হয়েছে তা শুকাবে ? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।