আমাদের কথা খুঁজে নিন

   

আজ রাতের কোনও রুপকথা নেই...

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed "কোথায় গেল সে রুপকথা রাঁধা যার গল্প শোনায়... কে রে তুই, কে রে তুই, আজ সহজ শৈশবকে বদলে দিলি কোনও যান্ত্রিক গোলযোগে..." ওল্ড স্কুলের অসাধারণ এই গানটা বারবার শুনলেই মনের ভিতর একটা আগুন জ্বলে উঠে। ক্ষোভ হয় আমাদের রাজনীতিবিদদের প্রতি, দুঃখ হয় ঐ বু্দ্ধিজীবিদের অর্থ লালসায় বিকিয়ে দেয়া নোংরা লেখা পড়ে। শালীনতার মা্ত্রা ছাড়িয়ে যখন তারা সেকুলারিসমের দোহাই দিয়ে উলঙ্গ নারীর দেহ খবরের কাগজের হাইলাইটে দেয়ার জন্য উঠে পড়ে লাগে। কই, কেউ তো আর টোকাই নিয়ে লেখা লিখছে না।

কেউ তো কষ্টে আছি আইজুদ্দিনকে জাতীয় দৈনিকে জায়গা করে দিচ্ছে না। কালের কন্ঠের এক পাতা জুড়ে প্রতিদিন থাকে ভারতীয় সিরিয়ালের নায়িকাদের পরিচয়, কোন দেশের পত্রিকা পড়ছি কার সেটা বোঝাই কষ্টকর হয়ে যায় তখন। প্রথম আলোর কথা না-ই বলি। একটাই মিনতি, এই সেকুলারিসমের দোহাই দিয়ে শালীনতা নষ্ট করে দিয়েন না। এখনও উড়না জড়িয়ে ঘর থেকে বের হওয়াটাই স্বাভাবিক; সব বদল আমরা চাই না।

যাই হোক, ওল্ড স্কুলের এই গানটি শুনতে চাইলে আজ ১১৪৫'এ আরটিভি দেখতে পারেন। ব্যান্ডের কান্ডারী মোবাশশের এখন নর্থ সাউথে পড়াশোনা করছে। ভার্সিটির ছোট ভাই বলেই না, ছেলেটার দিনের পর দিন গান নিয়ে পড়ে থাকা, দল ভাংগা আবার দল গড়া, সবকিছু মিলিয়েই আমার মনে হয় ওর গানের প্রতি অসম্ভব রকম ভালোবাসা ওকে অনেক দূর নিয়ে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।