আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী বিদ্যা

ভারতের ৫৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে। এবারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘ডার্টি পিকচার’খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। এদিকে কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত পরিচালিত প্রথম সিনেমা ‘রঞ্জনা আমি আর আসবোনা’তে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন স্পেশাল জুরি মেনশন পুরস্কার। এছাড়াও এ ছবিটি বাংলা ভাষার সেরা সিনেমার পুরস্কারও জিতেছে। ৩ মে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। খবর এনডিটিভি মুভিজ ডটকম-এর। ভারতের ৫৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য পুরস্কারগুলো হলো: সেরা অভিনেত্রী: বিদ্যা বালান (দ্যা ডার্টি পিকচার) সেরা অভিনেতা: গিরিশ কুলকার্নি (দেওল- মারাঠি ভাষার সিনেমা) সেরা সিনেমা (হিন্দি): আই অ্যাম সেরা সিনেমা (বাংলা): রঞ্জনা আমি আর আসবো না সেরা পরিচালক: গুরবিন্দর সিং (আনহে ঘোরে দে দান) সেরা কোরিওগ্রাফার: ‘সিনোরিটা’ গানের জন্য বোসকো-কেসর (জিন্দেগী না মেলে দোবারা) সেরা স্পেশাল ইফেক্ট: রা ডট ওয়ান সেরা শিশুতোষ সিনেমা: চিলার পার্টি সেরা ফিচার ফিল্ম: ‘ডেউল’ ও ‘বিয়ারি’ সেরা স্ক্রিনপ্লে: বিকাশ ভাল, নিতেশ তিওয়ারি, বিজয় মাউরয়া, বাজেশ বাজাজ (চিলার পার্টি) সেরা মারাঠি সিনেমা: শালা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.