আমাদের কথা খুঁজে নিন

   

কেউ তখন ইসলামের "হেফাজত"এর প্রয়োজনীয়তা অনুভব করে না। হে আল্লাহ ! হে পরম করুনাময়,তুমি বলতে পারো কেন করে না ?

হে আল্লাহ ! কিছু আলতু ফালতু লোক ইসলামকে গালি গালাজ করলো। ইসলাম বিপন্ন হলো । হে আল্লাহ ! যখন ইসলামে ঘুষ-দুর্নীতি তুমি নিষেধ করেছো,তখন আমরা ঘুষ দুর্নীতিতে পুরো বিশ্বে রেকর্ড সংখ্যকবার চ্যাম্পিয়ন হই , ইসলাম কিন্তু তখন বিপন্ন হয় না। হে আল্লাহ ! যখন তুমি বলেছো দরিদ্রদের প্রতি সদয় হতে,অসহায়ের পাশে দাঁড়াতে তখন যাকাতের কাপড় আর অর্থ নিতে গিয়ে দরিদ্ররা পদপৃষ্ঠ হয়ে মারা যায়, তখনো ইসলাম বিপন্ন হয় না। হে আল্লাহ ! যখন তুমি বলেছো তোমার সৃষ্টিকে যে ভালবাসলো সে তোমাকেই ভালবাসলো তখন বছরের পর বছর ধরে মাজার-দরগার ভেতরের দান-বাক্স ফুলে-ফেঁপে উঠলো,কিন্তু সেখানে দিনের পর দিন ভিক্ষা করা লোক গুলোর ভাগ্য একই রকম থেকে যায়,তখনো ইসলাম বিপন্ন হয় না ।

হে আল্লাহ ! যখন তুমি বলেছো ধর্মে কোন জোর-জবরদস্তি নেই,যার যার ধর্ম তার তার,তখন আমরা গিয়ে অন্য ধর্মের উপাসনালয় গুড়িয়ে দিয়ে আসি কিংবা না আসলেও মনে মনে সমর্থন দিই,তখনো ইসলাম বিপন্ন হয় না। হে আল্লাহ ! আজ যারা ইসলামের হেফাজতের জন্য এত কিছু বলছেন,ঢাকা যাচ্ছেন,তারা তাদের নিজেদের এলাকা হাটহাজারিতে কোন এক তথাকথিত ত্বরীকার লোকদের মাজার-কেন্দ্রিক ইসলাম-বিরুদ্ধ কাজ (যারা দাবি করে গাঁজা সহ ধূমপানের ফলে যে নেশা হয় তাতে আল্লাহর নৈকট্য পাওয়া যায়) ও সেটা থামাতে পারেন নি ,তখনো ইসলাম বিপন্ন হয় না। হে আল্লাহ ! যখন তুমি আমাদের জন্য জ্ঞানার্জন আবশ্যক করে দিয়েছো,তখন এদেরই কিছু অংশ যাবতীয় জ্ঞান-বিজ্ঞানকে দূরে ঠেলে দিয়ে চাঁদে মানুষের মুখ দেখা যাবার অলীক কথা বলে সবাইকে বিভ্রান্ত করে,যেখানে তোমার প্রিয় নবী(স) এর চেহারা মোবারক-ও চাঁদে দেখা যায় নি, তখনো ইসলাম বিপন্ন হয় না। হে আল্লাহ ! একাত্তরে ইসলামের দোহাই দিয়ে লাখ লাখ নিরপরাধ মানুষকে মেরে ফেলার পর-ও ইসলাম বিপন্ন হয় না। কেউ তখন ইসলামের "হেফাজত"এর প্রয়োজনীয়তা অনুভব করে না।

হে আল্লাহ ! হে পরম করুনাময়,তুমি বলতে পারো কেন করে না ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।