আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের আলো

সখ্যতা হয় নাই, তবুও এক চিলতে রোদ এসে দাড়িছে উঠোনে । কুয়াশা কবে শেষ হয়ে গেছে বোধ করি কেউ তা বলতে পারছে না, বিছানার কিনারে এলোমেলো চাদর বাকা হয়ে পড়ে আছে বালিশটাও ঘুম হারিয়ে একটা আগ্রহ জেগেছে স্নিগ্ধ সতেজ সকালের । কেউ কিছু বলছে না , সব নিশ্চুপ ঠায় দাড়িয়ে আছে যেন স্ট্যাচু , এলোমেলো বাতাস মাঝে মাঝে দোল দেয় শিষ দেয় দুএকটা দোয়েলের ছানা কারো অকুতি, কারো ধৈয্র্ হারা প্রলাপ সব নিস্তব্ধতা ভেঙ্গে দিচ্ছে যেন কবে আসবে ফিরে , কবে সেই সম্ভাবনার লগ্ন ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।