আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিব

শেখ মুজিব তোমাকে প্রণাম মৃত্যুকে অমৃত করে কি মন্ত্রে মুছলে তুমি উষ্ণ ঠোঁটে আটকে থাকা মরণের নাম । সমগ্র পৃথিবী জুড়ে বাতাসে বাতাসে আর হৃদয়ের স্পন্দনে ..মুজিব..মুজিব একটি মৃত্যুর জন্য হাজার মরণ আসে অগ্নিশেল হয়ে একটি মৃত্যুতে হায় হাজার মানুষ আলিঙ্গনে বেঁধে ফেলে পেট্রোল দিয়ে মাখা আগুনের শিখা ! একটি মৃত্যুর জন্য এ রকম শোক ! একটি মানুষের জন্য এই হাহাকার ! একটি কন্ঠস্বরের জন্য এ রকম মাতম ! পৃথিবীর মানচিত্র এসে একটি বিন্দুতে দাঁড়ায় শ্রদ্ধানত শিরে..ধীরে.......ধীরে .! আজ নমিত পতাকায় ছেয়ে গেছে শোকাকুল পৃথিবীর চোখ ...,! নিজস্ব কক্ষপথে থমকে দাঁড়িয়েছে এই ব্যস্ত গ্রহ ....! শেখ মুজিব তুমি আজ যেন দেয়ালের মলিন পোস্টার জুড়ে ক্ষত-বিক্ষত বাঙালি চেতনার উর্বর জমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।