আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি সরকারের দাবি দ্রুত তদন্ত ও বিচার

বেকার ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খুনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার। আজ আরব নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, খালাফ বিন মোহাম্মদ সালেম আল আলী ঢাকায় নিযুক্ত সৌদি দূতবাসের একজন কর্মকর্তা। সোমবার দিবাগত রাত দুইটায় তাকে গুলি করা হয়। তিনি এসময় তার বাসার পাশের রাস্তায় হাঁটছিলেন। তার মৃত্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের পক্ষে উপপররাষ্ট্রমন্ত্রী নিজার বিন ওবাইদ মাদানি শোক প্রকাশ করেছেন। এরই মধ্যে সৌদি আরবে নিহত আল আলীর মৃতদেহ নেওয়া প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.