আমাদের কথা খুঁজে নিন

   

৭ ই মার্চের ভাষণ

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা ৯৬ সালে শেখ হাসিনা প্রথম বারের মত ক্ষমতায় আসার পর ৭ই মার্চের ভাষণটি টিভিতে প্রথম শুনতে পাই। এরপর অসংখ্যবার শুনেছি। বলা যায় বাধ্য হয়েছি। অতি শ্রবণে এক পর্যায়ে বিরক্তি ধরে গিয়েছিল। ইদানিং এই ভাষণটির প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

যতবার শুনি প্রতিবারই নতুন নতুন ভাবনার দিক খুলে যায়। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের সবচেয়ে সুন্দর অংশ হলো শুরুর কথা গুলি। “ভায়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। :” একজন বাঙালি নেতার পক্ষে এরকম বাক্য উচ্চারণ বিস্ময়কর।

এই দেশের নেতারা চিরকালই জনগণকে নাদান ভেবে এসেছেন। তারা ভাবেন জনগণ কিছুই জানেনা, কিছুই বোঝেনা। এই জগতে যদি কেউ সব কিছুই জানেন এবং বোঝেন তবে সে হলো তিনি স্বয়ং, বাকি সব মূর্খ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।