আমাদের কথা খুঁজে নিন

   

দ্বি-বর্ষ পূর্তি : আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়!

Footprint of a village boy! ব্লগ নিবন্ধনের পর দুই বছর পার হয়ে গেলো! দুই বছরের এই অধিক সময়ে মিশে আছে সুখ-দুঃখ-আনন্দ-ব্যদনা। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব নেই আমার কাছে, তবে কিছু মানুষের ভালোবাসা ব্লগের বাইরের জীবনটাকেও স্পর্শ করে গেছে বারবার। ব্লগে এসে পরিচিত কিছু সুহৃদদের কথা মনে পড়ে সবসময়। এই অল্প সময়ে ব্লগ-ডে, বনভোজন, বইমেলা ও আড্ডায় অনেক ব্লগারের সাথে দেখা হলো - তবুও কিছু ব্লগারের সাথে দেখা হওয়ার ইচ্ছেটা এখনো রয়ে গেলো। নিজের বেলায় এখনো জোর দিয়ে বলতে পারি না যে আমি ব্লগার - কারণ আমি লিখিনা সমসাময়িক খবরা খবর অথবা আন্দোলনের শ্লোগান! ব্লগিং মানে তো....., থাক আর নাইবা বললাম।

আজ এই বর্ষ পূর্তির পোস্টে কিছু প্রিয় মানুষদের কথা লিখবো যাদের জন্য হয়তো ব্লগে ফিরে আসবো বারবার.....। অনাহূত : প্রিয় ব্লগ বন্ধু, কৃতজ্ঞতা অকৃত্রিম বন্ধুত্বের জন্য। দেখা হবে আবারো....। মেঘনা পাড়ের ছেলে : প্রিয় ভাইয়া, দেখা হওয়াটা যে খুব জরুরী কিছু নয় তা বুঝেছি। আমারও কেন জানি মনে হয় আমার সুখবর গুলোর ভাগিদার আপনিও।

বড় ভাই না থাকার অভাব কিছুটা হলেও পূরণ করেছেন বলেই জানি। ইমন জুবায়ের : প্রিয় ব্লগার, আপনার লেখা পড়েই নিক খুলেছিলাম ব্লগে। মনে প্রাণে বিশ্বাস করি খুব ভালো আছেন, আপনার শুণ্যতা অপূরণীয়। অন্তরন্তর : ভাইয়া, চকলেটের জন্য অপেক্ষা করছি; যদিও চকলেট খাওয়ার বয়স আর নেই মনে হয়! ভালো থাকুন.......। বাঘ মামা : প্রিয় বাঘ মামা, ধন্যবাদ সবসময় অনুপ্রাণিত করার জন্য ও পাশে থাকার জন্য।

সাজিদ ঢাকা : প্রিয় সাজিদ, ভালো থাকো সবসময় - নিমন্ত্রণ। শিপু ভাই : প্রিয় শিপু ভাই, ব্লগিং এর প্রায় শুরু থেকেই পরিচিত ভাইটির জন্য অনেক অনেক শুভকামনা। নিমচাঁদ : কিছু কিছু মানুষ পথ চলতে সাহস যোগায়, আপনি তাদের একজন। ভালো থাকবেন ভাইয়া। বেঈমান আমি : প্রিয় ব্রো, আপনার মতো ভাই-বেরাদার পাশে থাকলে ব্লগিং কখনো পানসে মনে হয়না।

ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। ত্রিশোনকু : আমার প্রিয় একটা ভাইয়া.....। রুদ্রাক্ষী : আপনার ও আমার দ্বি-বর্ষ পূর্তি একই দিনে, অবাক ব্যাপার! ভালো থাকবেন ভাইয়া....। গোলাম দস্তগীর লিসানি : অবসরের অপেক্ষায় আছি, ঘুরতে যাবো আপনার সাথে। রাতুল_শাহ : অনেক অনেক শুভকামনা, খুব দ্রুত নতুন জীবন শুরু হোক।

এসএমফারুক৮৮ : ভালো থাকুন ভাই। নস্টালজিক : প্রিয় একটা ভাইয়া, শুভকামনা। আজমান আন্দালিব : শ্রদ্ধেয় ভাইয়া, ভালো থাকবেন। সময় স্বল্পতায় প্রিয় আরো অনেক ব্লগারের লিঙ্ক নিয়ে লেখা সম্ভব হলো না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবুও কিছু ভালোলাগা ব্লগারদের নাম উল্লেখ না করলেই নয় - সুপান্থ সুরাহী, স্বপ্নবাজী, শায়মা, জুন, নক্ষত্রচারী, তীর্থযাত্রী, সায়েম মুন, তন্ময় ফেরদৌস, মাহী ফ্লোরা, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ভারসাম্য, শ।

মসীর, জেমস বন্ড, সালমাহ্যাপী, কািন্ট টুটুল, মোঃমোজাম হক, কান্ডারী অথর্ব, শত রুপা, মুকুট বিহীন সম্রাট, বৃষ্টিধারা, নাফিজ মুনতাসির, ফেলুদার চারমিনার, রিমঝিম বর্ষা, অথৈ সাগর, নষ্ট কবি, মনিরুল ইসলাম বাবু, আশরাফুল ইসলাম দূর্জয়, ম্যাভেরিক, মিথী_মারজান, শাহেদ খান, উদাসী স্বপ্ন, জলঝিরি, জিসান শা ইকরাম, শোশমিতা, ছাইরাছ হেলাল, আরজুপনি, চেয়ারম্যান০০৭, কাউসার রুশো, শিশিরের শব্দ, রেজোওয়ানা, সাইফুলহাসানসিপাত, ফয়সাল তূর্য, রোকন রাইয়ান, মিরাজ is, নিমা, হাসান মাহবুব, গাধা মানব, উম্মে মারিয়াম, জেনারেশন সুপারস্টার, মাহবু১৫৪, ত্রাতুল, এ বি এম হায়াত উল্লাহ, ভিয়েনাস, ইসরা০০৭, শাফ্‌ক্বাত, সকাল বেলার ঝিঝি পোকা, চাটিকিয়াং রুমান, স্বদেশ হাসনাইন, কল্পবিলাসী স্বপ্ন, নিয়েল ( হিমু ), *কুনোব্যাঙ*, মামুন হতভাগা, হিবিজিবি, শাহনেওয়াজ লতিফ, আবু সালেহ, প্লিওসিন অথবা গ্লসিয়ার, স্বাধীকার, নীল-দর্পণ, পাকাচুল, রবি_জল, এস্কিমো, সাবরিনা সিরাজী তিতির, জাহিদুল হাসান, জুল ভার্ন, ঘুড্ডির পাইলট, হেডস্যার, কািন্ট টুটুল, হাসি .., বুনো, মামুন৬৫৩, একজন আরমান, ইমরাজ কবির মুন, যুবায়ের, মাক্স, অপূর্ন, অন্যমনস্ক শরৎ, মহলদার, বিদ্রোহী ভৃগু, লাইলী আরজুমান খানম লায়লা, ডিসকো বান্দর, সোমহেপি, আর.এইচ.সুমন, কাকঁন, অর্ফিয়াস, সালমাহ্যাপী, অন্তি, এমজেডআই...................। ব্লগিং এর এই দুটি বছর আমার পাশে থেকে অনেক ভালোলাগা উপহার দেয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছবিগুলো আপনাদের জন্য - ১। শিমূলের লাল.... ২। মাতৃত্ব..... ৩।

পদ্মার পাড়.... ৪। গহীন প্রেমের নাও... ৫। শুণ্যতায় আনমনে একাকী.... ৬। মেঠো পথে'র গরু গাড়ি..... ৭। গ্রামীণ গোধূলী লগন.....  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।