আমাদের কথা খুঁজে নিন

   

১৪ দলের মহাসমাবেশে যাবে না জাতীয় পার্টি

১৪ দলের ১৪ মার্চের মহাসমাবেশে যোগ দেবে না জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আজ মঙ্গলবার ফেনীতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। ফেনী নদীর পানি রক্ষার দাবিতে এরশাদের নেতৃত্বে ফেনী নদী অভিমুখে জাতীয় পার্টি গতকাল সোমবার লংমার্চ কর্মসূচি শুরু করে। আজ সকালে লংমার্চটি ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুমঘাট সেতুতে পৌঁছায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘মহাসমাবেশ কর্মসূচিতে জাতীয় পার্টি অংশ নিচ্ছে না। ’ গতকালের বিভিন্ন পথসভায় তিনি বলেন, ‘ফেনী নদী আমাদের নদী। এর উত্পত্তি ও প্রবাহ বাংলাদেশে। এ নদীর পানি ভাগাভাগি হতে পারে না। ভারত অন্যায়ভাবে পাম্প বসিয়ে পানি টেনে নিচ্ছে।

’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।