আমাদের কথা খুঁজে নিন

   

কুড়–লা বাতাসে পুয়াতি সময়

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. কুড়–লা বাতাসে পুয়াতি সময়। বুকের পিদিম জ্বলজ্বল করে একটি সুন্দর শিশির ভেজা সকালের শকুনের কালো থাবায় মায়ের মুখে নেমেছিলো মেঘলা সন্ধ্যা অত:পর ক’জন নবীন মাঝির শক্ত বৈঠার টানে তীরে ভীড়ল তরী পশ্চিমের কুড়–লা বাতাসে পুয়াতি পূবালী গাঙেও লাগলো সুরেলা ঢেউ। সেদিনের আকাশে নেমেছিলো কার্তিকের ছায়া সকিনা বিবির বুকের মাঝে বেজে ওঠলো সেতার ইজ্জত হারানোর ভয়ে কাকতাড়–য়া সেজেছিলো কমলা সুন্দরী তারপরেও নরপশু কুটুমনার লুলুপ দৃষ্টির অগোচরে নিজেকে আড়াল করবে কি করে এই ভাবনায় ধান ভানা ঢেঁকির আওয়াজ সুন্দরীর বুকে। বুটের শব্দে আসমান থাইক্যা ‘বাঝ’ পড়ার মতো চমকে ওঠেছিলো পশুপাখিরাও কমরুদ্দিনের গলা স্তব্দ করে দিতে বোরকা হাজির মিষ্টি বেঈমানি গণ্ডলের কাছে ধর্মদ্রোহীর উপাখ্যান এবং চিরদিনের মতো গলা স্তব্ধ হয়ে গেলো সুরেলা গানের পাখির, মানুষরূপি পশু বেঈমানি করেলেও সেটা করেনি পালিত কুকুর লালু। গায়ের জামা চেনে তুলে আনে সেটা শ্রাবণের জল ঝরালো চোখের বারান্দায়, গাঙের মাঝে প্রসব বেদনায় মৃত্যুকে আলিঙ্গণ করলো আব্দুর রহমানের বৌ, কিংবা ছেলের মুখ দেখা হলোনা দুরন্ত আব্দুর রবের আজো সেই শেয়ালদের গুণগুনিতে সোডিয়াম লাইটের আলো দেখেন সেদিনের তারুণ রকিবুদ্দিন শেয়াল আর শকুনদের উচিৎ শিক্ষার অপেক্ষায় আজো পথচেয়ে আছেন বীরাঙ্গনা মালেকা বিবি, কবে যে ট্রেন ছুটবে সেই স্টেশনে, মানুষের শান্তির ঠিকানায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।