আমাদের কথা খুঁজে নিন

   

Adobe Activation চিরতরে বন্ধ করি hosts ফাইল এর সাহায্যে

Few Memories Are Pleasant, Few Memories Hurt You..........। অনেক দরকারী কাজ করার সময় Adobe activation window টা ঝামেলা করে । আসুন Adobe Activation চিরতরে বন্ধ করি hosts ফাইল এর সাহায্যে। এর জন্য যে যে কাজ গুলো আপনাকে করতে হবে তা লক্ষ্য করুন। ১।

প্রথমে My Computer খুলুন। ২। এরপর windows ফোল্ডারটি ওপেন করুন। ৩। এরপর system32 ফোল্ডারটি খুলুন ।

৪। এরপর drivers ফোল্ডারটি খুলুন । ৫। এরপর etc নামক ফোল্ডারটি খুলুন। ৬।

এরপর আসুন আসল কাজ শুরু করি। এখন hosts নামক ফাইলের উপর right click করুন। তারপর Properties এ ক্লিক করুন। ৭। এখন Security tab এ ক্লিক করুন এবং Advanced button এ ক্লিক করুন।

৮। এরপর Owner tab select করার পর Edit এ ক্লিক করুন। ৯। তারপর আপনার কম্পিউটারের username select করুন। এরপর Ok প্রেস করুন।

১০। তারপর আবার Ok প্রেস করুন। ১১। এখন Security tab হতে username select করুন। আর তারপর Edit এ ক্লিক করুন।

১২। এরপর আবার username select করে full control এ টিক দিন । এরপর Ok প্রেস করুন । ১৩। এখন আসুন hosts ফাইলটি এডিট করি নোটপ্যাডের সাহায্যে ।

১৪। select করুন নোটপ্যাড । আর এরপর Ok প্রেস করুন। ১৫। এখন নিচের code গুলি সরাসরি কপি করুন এবং hosts ফাইল এ পেস্ট করুন ।

127.0.0.1 activate.adobe.com 127.0.0.1 practivate.adobe.com 127.0.0.1 ereg.adobe.com 127.0.0.1 activate.wip3.adobe.com 127.0.0.1 wip3.adobe.com 127.0.0.1 3dns-3.adobe.com 127.0.0.1 3dns-2.adobe.com 127.0.0.1 adobe-dns.adobe.com 127.0.0.1 adobe-dns-2.adobe.com 127.0.0.1 adobe-dns-3.adobe.com 127.0.0.1 ereg.wip3.adobe.com 127.0.0.1 activate-sea.adobe.com 127.0.0.1 wwis-dubc1-vip60.adobe.com 127.0.0.1 activate-sjc0.adobe.com ১৬। এরপর ফাইলটি সেভ করুন । ১৭। এরপর Adobe এর যে কোন ইনস্টলেশন ফাইল ওপেন করুন । যেমন - Photoshop cs5, Dreamweaver cs5, Illustrator cs5 ইত্যাদি ।

১৮। এরপর যেকোন valid activation code দিয়ে registration সম্পন্ন করুন । এরপর যদি কেউ Adobe এর crack এর জন্য কাঁদছেন তাহলে খবর আছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।