আমাদের কথা খুঁজে নিন

   

****স্বপ্ন****

হৃদয়ের দু'পাট ঠেলে স্মৃতিরা ঝড় তোলে দুঃখক্রোধে। স্বপ্ন বাচাঁয় স্বপ্ন মরায় স্বপ্ন দিয়ে জীবন সাজায়। স্বপ্ন কাদাঁয় স্বপ্ন হাসায় স্বপ্ন আশার আলো দেখায়। স্বপ্ন সুখ স্বপ্ন শান্তি স্বপ্ন বৃক্ষের মতো শেকর গজায়। স্বপ্ন শূন্যতা স্বপ্ন পূর্ণতা স্বপ্ন ভেঙ্গে দীর্ঘশ্বাসে বিষাদ ছড়ায়। স্বপ্ন হাসায় স্বপ্ন ভাসায় স্বপ্ন ভাবায় অদৃশ্য তার ছায়ায়। স্বপ্ন আশা স্বপ্ন হতাশা স্বপ্ন স্বপ্নই থেকে যায়। (২) স্বপ্ন আমার একটু সুখ ছোট্ট একটা ঘর চারি দিকে সবুজ মাঠ, পাখির ডাক ফুলের সুরভীতে প্রজাপতিরা ডানা মেলে উড়ে নিল আকাশ, সাদা মেঘের কুলে স্বপ্নপূরণের আকুলতা নিয়ে বারবার নিজেকে হারাই স্বপ্নের মাঝে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.