আমাদের কথা খুঁজে নিন

   

'লোক' লিটলম্যাগে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন এবং দেশের চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে লেখা প্রকাশ

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ 'চলচ্চিত্র সংসদ আন্দোলন প্রসঙ্গে: বিষয়টি লজ্জার, কথাগুলো অপমানের, লড়াইয়ের প্রয়োজন এখানেই' নামে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন এবং দেশের চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে একটি লেখা আমি লিখেছিলাম ২০১১ সালের মার্চ মাসে। সে সময় আমি লেখাটি ফেসবুকে নোট আকারে পর্বে পর্বে ভাগ করে প্রকাশ করেছিলাম। তাতে অনেকেই তখন বলেছিলেন লেখাটি মুদ্রিত হলে ভালো হয়। এই ফেব্রুয়ারিতে বইমেলায় লেখাটি 'লোক' লিটলম্যাগে প্রকাশিত হয়েছে। কবি অনিকেত শামীম সম্পাদিত 'লোক' শাহবাগের আজিজ মার্কেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। আগ্রহীজন সংগ্রহ করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।