আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ রোজ শনিবার ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ শনিবারটা ফিরে এলেই আমি কেমন যেন হয়ে যাই। ঘুম ভাঙ্গে মোবাইলের তীব্র অ্যালার্মে। পাখীরা তখনো ঘুমিয়ে, ডানার আড়ালে আমি জেগে উঠি সূর্য ফোঁটার আগেই। আজকাল আর মোরগ ডাকে না, কাকের কর্কশ কণ্ঠ বাজে না কানে আর সেই আগের মত করে গাছেরা যে পরবাসী এই অট্টালিকার ভিড়ে। রোজ শনিবার, বাগানে সদ্য ফোঁটা ফুল শিশিরে ভিজে জুবুজুবু, বড্ড ভাল লাগে তার যতনে তুলে নেই, তাকে দেবো ভেবে। রোজ শনিবার একটা গোলাপ তার চাই-ই চাই। আজো রোজ শনিবার গোলাপ ফোঁটে থরে থরে মোবাইল বেজে ওঠে তীব্রতায় আজো ঘুম ভাঙ্গে তীব্র বাসনায় তবুও ফুল তোলা হয় না আর চেয়ে থাকি শূন্য দৃষ্টি মেলে কাননে। শিশির শুঁকিয়ে এলে ভ্রমর আসে, গুনগুনিয়ে আমি চেয়ে থাকি কেবলি, ছেঁড়া হয় না ফুল আর। এমনি ঝরে যায় একদিন, ঝরে যেতে হবে বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।