আমাদের কথা খুঁজে নিন

   

ফরহাদ মজহারের দৃষ্টিতে বাংলাদেশে মার্কিন সেনার উপস্থিতির চালচিত্র

দেশ মা, গর্ভধারিণী মায়ের চেয়ে কম নয়। মায়ের গর্ভে মানবের জন্য, মায়ের উষ্ণ কোলে শিশুর বেড়ে ওঠা এবং পরবর্তী জীবনের প্রতিটি মুহুর্তে মায়ের ছোয়া যেমন মানবজীবনের জন্য অপরিহার্য ও পরম পাওয়া সেই মা যদি না থাকে কারো জীবনে সেই জীবন শুন্য হয়ে যায়, বৃথা মনে হয় -মায়ের অভাব কোন কিছুতে পূরণ হয় না। ঠিক একইরকমভাবে দেশ মাতাও দেশের জনগণকে তার মাটি, বাতাস, প্রকৃতি, সব সবকিছু উজাড় করে দেয় তার মানুষের জন্য। আর সেই দেশ মাতার অস্তিত্ব যখন বিপন্ন হয়ে পড়ে নানা অপশক্তির রোষানালে পড়ে, স্বার্থপর রাজনীতিবিদদের কারণে, পরাশক্তির ছোবলে তখন সেই দেশের জনগণের জীবনে নেমে আসে পরম শুন্যতা। যেন সবকিছু হারিয়ে যায় নাগরিকদের কাছ থেকে।

আজ বাংলাদেশ নামক মাটির সেই করুণ দশা। বিভিন্নজন বলছে, সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে তা জানেনা দেশের মানুষ। চলছে নানা লুকোচুরি। বিদেশী কোম্পানীর সাথে চলছে নানান চুক্তি তাও জানে না দেশের পার্লামেন্ট ও মানুষ। এভাবে ১৬ কোটি মানুষের অগচরে দুটি প্রধান রাজনৈতিক দল ও তাদের দোসররা নিজেদের স্বার্থে দেশকে নিয়ে যে জুয়া খেলছে তার খবর আমরা ক জন রাখি! সম্প্রতি মার্কিন সেনা দেশে আসন গেড়েছে।

তারা সিলেটে আছে। তাদের এ দেশে আসা নিয়ে বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার একটি সাক্ষাৎকারে বলেছেন- সার্বিকভাবে বলা যায় দেশের সার্বভৌমত্ব বলতে যা বোঝায় তা কি আছে ! বিএনপিও যা আওয়ামী লীগও তাই - দেশকে নিয়ে ভাবুন এবং সোচ্চার হন দেশ মাতাকে বাঁচাতে। আসুন আমরা গণপ্রতিরক্ষা ব্যুহ তৈরী করি দেশ মাতাকে বাঁচানোর জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।