আমাদের কথা খুঁজে নিন

   

চলে যায় বসন্তের দিন

তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার ।তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা... তখনও ঘাসের রঙ সবুজ হৃদয়ে উদ্দামতা অফুরান। শহরের নীলচে সামিয়ানায় চিলের ক্লান্তিহীন উড়ান মিশে যায় কাজলের টানে। বিদ্রোহ করে বেঁচে থাকা উদ্যানে, শিমূল- পলাশের নিঃশ্বাস মন্থর ঝরে পড়ে ঘাড়ে । তারপর নিথর প্রণয় ভালোবাসে শুন্যতারে। হাজারো ভিড়ের মাঝে একা একা সঙ্গিহীন অগোচরে - প্রত্যক্ষে... চলে যায় বসন্তের দিন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।