আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কতটা নোংরা ??

কাল একজনের স্ট্যাটাস দেখলাম, উনি লিখেছেন গুগলে "ma" "baba" লিখে সার্চ দিলে কি শো করে ?? আজ আমি গুগলের সার্চ অপশনে "ma" "baba" লিখলাম, যে লিংক গুলো শো করল দেখে লজ্জায় আমি কাউকে এটা বলতেও পারছি না ! আমি রীতিমত স্তব্ধ! মা এবং বাবাকে নিয়ে যে এত নোংরা জিনিসও লেখা হয় এটা আমার ধারনাতেও ছিল না । এখন কথা হলো "ma" এবং "baba" গুগলের সার্চ অপশনে লিখলে প্রথমেই কেন ঐ কুৎসিত লেখা গুলোর লিংক শো করে ?? কারণ এই সব লেখা গুলো পড়ার মানুষেরও অভাব নাই ! শুধু অভাব নাই বললে ভুল হবে । প্রচুর পরিমাণে পাঠক রয়েছে এই সব লেখার । তাই এই লেখা গুলো র‍্যাংকিং-এ সব সময় উপরে থাকে । তাই "ma" "baba" সার্চ অপশনে লিখলেই র‍্যাংকিংয়ের কারনে প্রথমেই শো করে । তাহলে এবার চিন্তা করুন মা এবং বাবাকে নিয়া যারা এই সব লেখা লিখে আর যারা পড়ে তারা কি মানুষের পর্যায়ে পড়ে ?? পশু এবং তাদের মধ্যে কি কোন পার্থক্য আছে ?? কোথায় যাচ্ছি আমরা ? কিছুই বলার নাই আমার...কিছুই বলার নাই.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.