আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধান মিললো হিটলারের সাতটি অসাধারণ চিত্রকর্মের

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক জার্মান একনায়ক এডলফ হিটলারের সংগ্রহে থাকা সাতটি অসাধারণ চিত্রকর্মের সন্ধান পাওয়া গেছে চেক প্রজাতন্ত্রে। জার্মানির চিত্রশিল্পী পল হারমেন এগুলো এঁকেছেন বলে জানা গেছে। বর্তমানে চেক প্রজাতন্ত্রের একটি সংগ্রহশালায় এগুলো শোভা পাচ্ছে। আবিষ্কৃত চিত্রকর্মগুলো দেশটির সন্ন্যাসীদের একটি আশ্রমে পাওয়া গেছে। চেক প্রজাতন্ত্রের প্রখ্যাত ঐতিহাসিক জিরি কুচার প্রাগের দক্ষিণে ডুকসানি শহরের সন্ন্যাসীসের কোনো এক মঠে এগুলো আবিষ্কার করেন।

হিটলারের মালিকানাধীন এই ছবিগুলোর একটি ‘মেমোরিজ অব স্ট্যালিনগ্রাড’। এটি যুদ্ধাহত এক জার্মান সৈনিকের প্রতিকৃতি। স্ট্যালিনগ্রাডে সোভিয়েত সেনাদের কাছে হিটলারের শোচনীয় পরাজয়ের কিছুটা ইঙ্গিত মেলে এই শিল্পকর্মটির মাধ্যমে। এই প্রতিকৃতিটিই হিটলারের সবচেয়ে প্রিয় চিত্রকর্ম বলে দাবি করা হচ্ছে। যুদ্ধশেষে হিটলার এগুলো বোহেমিয়া আশ্রমে লুকিয়ে রাখার নির্দেশ দেন।

পরবর্তী সময় মার্কিন বাহিনী চিত্রকর্মগুলো উদ্ঘাটন করে নিজেদের সংগ্রহশালায় রেখে দেয়। কীভাবে চেক প্রজাতন্ত্রে এর সন্ধান মিলল, তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। নুরেমবার্গের পার্টি দিবসে হিটলারের ব্যক্তিগত সংগ্রহশালার জন্য এগুলো আঁকেন তিনি। এতদিন শিল্পকর্মগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল। ঐতিহাসিক কুচার জানান, চেক প্রজাতন্ত্রে আরও অনেক শিল্পকর্মের সন্ধান পাওয়া যাচ্ছে।

এখন পর্যন্ত ১৬টি আবিষ্কৃত হয়েছে। এগুলো নিলামে তোলা হলে ১৭ লাখ পাউন্ডে বিক্রি হতে পারে বলে মনে করা হচ্ছে। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।